আম্পায়ারিং নিয়ে মরগানও অসন্তুষ্ট!
আর সবার মতো ব্যাপারটা ধরা পড়েছে তাঁর চোখেও। টেলিভিশনে ধারাভাষ্য শুনেও যা বোঝার বুঝেছেন। বাংলাদেশ-ইংল্যান্ড ঢাকা টেস্টের আম্পায়ারিংটা যে ঠিক মানসম্মত হচ্ছে না, সেটা এখন তিন দিনের সফরে বাংলাদেশে আসা আইসিসির সভাপতি ডেভিড মরগানেরও জানা।
বোর্ড সভাপতি আ হ ম মোস্তফা কামাল ‘না, উনি এ রকম কিছু বলেননি’ বলে ব্যাপারটা এড়িয়ে গেলেও প্রেসিডেন্ট বক্স থেকে আসা খবর, রড টাকার আর টনি হিলের আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট আইসিসি সভাপতি। একই অসন্তুষ্টি বিসিবি কর্মকর্তাদের মধ্যেও। রাগে-ক্ষোভে এক কর্মকর্তা তো এমনও বলে দিলেন, ‘ওরা (আম্পায়াররা) আমাদের হারিয়ে দিচ্ছে!’
কিন্তু বাজে আম্পায়ারিং নিয়ে কেবল ক্ষোভ প্রকাশ ছাড়া আর কিছুই করার নেই বিসিবির। বোর্ডের ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান এনায়েত হোসেন একরকম আত্মসমর্পণের ভঙ্গিতেই বললেন, ‘খেলা শেষে অধিনায়ক-ম্যানেজার ম্যাচ রেফারির কাছে যে রিপোর্ট দেয়, সেটায় হয়তো এ নিয়ে অসন্তুষ্টির কথা উল্লেখ থাকবে। আর টেলিভিশনে ব্যাপারটা যেহেতু সবাই-ই দেখেছে, ভবিষ্যতে হয়তো এই দুই আম্পায়ারের সুযোগ কমে যাবে। তবে বোর্ডের এখানে কিছু করার নেই।’
বিসিবির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা অবশ্য বলেছেন, আইসিসির সভায় ভবিষ্যতে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে কেউ প্রশ্ন তুললে টানা বাজে আম্পায়ারিংয়ের শিকার হওয়ার ব্যাপারটা সামনে নিয়ে আসতে পারেন তাঁরা।
বোর্ড সভাপতি আ হ ম মোস্তফা কামাল ‘না, উনি এ রকম কিছু বলেননি’ বলে ব্যাপারটা এড়িয়ে গেলেও প্রেসিডেন্ট বক্স থেকে আসা খবর, রড টাকার আর টনি হিলের আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট আইসিসি সভাপতি। একই অসন্তুষ্টি বিসিবি কর্মকর্তাদের মধ্যেও। রাগে-ক্ষোভে এক কর্মকর্তা তো এমনও বলে দিলেন, ‘ওরা (আম্পায়াররা) আমাদের হারিয়ে দিচ্ছে!’
কিন্তু বাজে আম্পায়ারিং নিয়ে কেবল ক্ষোভ প্রকাশ ছাড়া আর কিছুই করার নেই বিসিবির। বোর্ডের ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান এনায়েত হোসেন একরকম আত্মসমর্পণের ভঙ্গিতেই বললেন, ‘খেলা শেষে অধিনায়ক-ম্যানেজার ম্যাচ রেফারির কাছে যে রিপোর্ট দেয়, সেটায় হয়তো এ নিয়ে অসন্তুষ্টির কথা উল্লেখ থাকবে। আর টেলিভিশনে ব্যাপারটা যেহেতু সবাই-ই দেখেছে, ভবিষ্যতে হয়তো এই দুই আম্পায়ারের সুযোগ কমে যাবে। তবে বোর্ডের এখানে কিছু করার নেই।’
বিসিবির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা অবশ্য বলেছেন, আইসিসির সভায় ভবিষ্যতে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে কেউ প্রশ্ন তুললে টানা বাজে আম্পায়ারিংয়ের শিকার হওয়ার ব্যাপারটা সামনে নিয়ে আসতে পারেন তাঁরা।
No comments