সিক্স সিজনস দাবা চালিয়ে যেতে চান নিয়াজ
হাঙ্গেরির ফার্স্ট স্যাটারডে টুর্নামেন্ট থেকে আইডিয়াটা নিয়েছিলেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। বছরে ছয়টা গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্ট করবেন বলে এটির নামও দেন সিক্স সিজনস গ্র্যান্ডমাস্টার্স দাবা। কাল প্রথম টুর্নামেন্টটা শেষ করতে পারায় নিয়াজ বেশ খুশি, ‘হ্যাঁ, আমি খুব খুশি। আগামী এক বছর টুর্নামেন্টটা নিয়মিত চালিয়ে যেতে চাই। আগামী এপ্রিলে একই সঙ্গে ডব্লুআইএম (মহিলা আন্তর্জাতিক মাস্টার) টুর্নামেন্ট করার চিন্তাভাবনাও আছে আমার।’
জুনে স্কুল দাবার সঙ্গে এই ইভেন্টটাও আরও বড় পরিসরে আয়োজনের কথা ভাবছেন নিয়াজ। বাংলাদেশের দাবাড়ুদের নর্ম বাড়ানোই টুর্নামেন্টের উদ্দেশ্য। প্রথমবারের অর্জন কক্সবাজারে শামীমা আক্তারের (লিজা) প্রথম আন্তর্জাতিক মাস্টার নর্ম পাওয়া। ঢাকায় শেষ জি এম নর্ম পূরণ করেছেন ভারতের আন্তর্জাতিক মাস্টার সপ্তর্ষি রায়। আন্তর্জাতিক অঙ্গনে এটি ভালোই সাড়া ফেলেছে বলে দাবি নিয়াজের, ‘এখানে প্রথমবারের মতো টুর্নামেন্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অনেকে পরের টুর্নামেন্টের তারিখ জানতে চেয়েছে। কারণ তারা বুঝতে পেরেছে এখানে এলে নর্ম হবে।’
কাল উত্তরার টিউলিপ হলে প্রতিযোগিতার শেষ রাউন্ডের খেলায় ভারতের দিব্যেন্দু বড়ুয়ার সঙ্গে ড্র করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন সপ্তর্ষি রায়। ৯ খেলায় পেয়েছেন ৭ পয়েন্ট তিনি। সাড়ে ছয় পয়েন্ট পেয়ে রানারআপ উজবেকিস্তানের গ্র্যান্ডমাস্টার ইউলদাশেভ সাইদালি। শেষ রাউন্ডে সাইদালি ড্র করেছেন নিয়াজের সঙ্গে। গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে তৃতীয় ও সমান পয়েন্ট পেয়ে চতুর্থ হয়েছেন নিয়াজ।
জুনে স্কুল দাবার সঙ্গে এই ইভেন্টটাও আরও বড় পরিসরে আয়োজনের কথা ভাবছেন নিয়াজ। বাংলাদেশের দাবাড়ুদের নর্ম বাড়ানোই টুর্নামেন্টের উদ্দেশ্য। প্রথমবারের অর্জন কক্সবাজারে শামীমা আক্তারের (লিজা) প্রথম আন্তর্জাতিক মাস্টার নর্ম পাওয়া। ঢাকায় শেষ জি এম নর্ম পূরণ করেছেন ভারতের আন্তর্জাতিক মাস্টার সপ্তর্ষি রায়। আন্তর্জাতিক অঙ্গনে এটি ভালোই সাড়া ফেলেছে বলে দাবি নিয়াজের, ‘এখানে প্রথমবারের মতো টুর্নামেন্ট শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অনেকে পরের টুর্নামেন্টের তারিখ জানতে চেয়েছে। কারণ তারা বুঝতে পেরেছে এখানে এলে নর্ম হবে।’
কাল উত্তরার টিউলিপ হলে প্রতিযোগিতার শেষ রাউন্ডের খেলায় ভারতের দিব্যেন্দু বড়ুয়ার সঙ্গে ড্র করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন সপ্তর্ষি রায়। ৯ খেলায় পেয়েছেন ৭ পয়েন্ট তিনি। সাড়ে ছয় পয়েন্ট পেয়ে রানারআপ উজবেকিস্তানের গ্র্যান্ডমাস্টার ইউলদাশেভ সাইদালি। শেষ রাউন্ডে সাইদালি ড্র করেছেন নিয়াজের সঙ্গে। গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে তৃতীয় ও সমান পয়েন্ট পেয়ে চতুর্থ হয়েছেন নিয়াজ।
No comments