২৪টি স্থানের জন্য পাল্টাপাল্টি আবেদন, অনুমতি মেলেনি -কিশোরগঞ্জ বিএনপির সম্মেলন
জেলা সম্মেলন কেন্দ্র করে কিশোরগঞ্জ জেলা বিএনপি বিভক্ত হয়ে পড়েছে। বিবদমান দুই পক্ষ সম্মেলন করতে গতকাল সোমবার ২৪টি স্থানের জন্য পাল্টাপাল্টি আবেদন করার পর সম্ভাব্য সংঘর্ষ এড়াতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনো স্থান কাউকে বরাদ্দ দেননি। এ অবস্থায় বিএনপির জেলা সম্মেলন শহরের এক কোণে গাইটাল আন্তজেলা বাস টার্মিনাল-সংলগ্ন ব্যক্তিমালিকানাধীন জমিতে অনুষ্ঠিত হয়। এদিকে কিশোরগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান দলীয় সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন।
বিএনপির আহ্বায়ক ফজলুর রহমানের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন বিএনপির নেতা, সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক। সম্মেলনে বিভিন্ন উপজেলা থেকে আসা নেতৃবৃন্দ ও জেলা পর্যায়ের অন্তত ১৫ জন নেতা বক্তব্য রাখেন।
বিএনপির আহ্বায়ক ফজলুর রহমানের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন বিএনপির নেতা, সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক। সম্মেলনে বিভিন্ন উপজেলা থেকে আসা নেতৃবৃন্দ ও জেলা পর্যায়ের অন্তত ১৫ জন নেতা বক্তব্য রাখেন।
No comments