রাঙ্গুনিয়ায় প্রবাসীর পরিবারে হামলা ভাঙচুর, লুটপাট
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের সওদাগরপাড়া গ্রামে প্রবাসী ইমাম উদ্দিনের (৩৬) বাড়িতে হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। গত শুক্রবার দুপুরে সন্ত্রাসীরা হামলা চালিয়ে বাড়ির আসবাব ভাঙচুর করে এবং টাকা ও স্বর্ণালংকার লুট করে। তিনজন গুরুতর আহত হয়েছেন।
প্রবাসী ইমাম উদ্দিন অভিযোগে বলেন, মো. মুছা ও বনি আমিন মধ্যপ্রাচ্যে থাকাকালে তাঁর কাছ থেকে টাকা ধার নেন। গত জুন মাসে দেশে ফিরে ধার করা টাকা ফেরত চাইলে তাঁরা তাঁকে প্রাণনাশের হুমকি দেন। সমাজের গণ্যমান্য ব্যক্তিদের দিয়ে টাকা আদায়ের জন্য চাপ প্রয়োগ করা হলে সন্ত্রাসী নিয়ে তাঁর বাড়িতে হামলা করা হয়।
মো. মুসা ও বনি আমিন বলেন, টাকা পাবে সেটা বড় কথা নয়। ইমাম উদ্দিন খারাপ ব্যবহার করেছেন, তাই একটু শাস্তি দিলাম।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
প্রবাসী ইমাম উদ্দিন অভিযোগে বলেন, মো. মুছা ও বনি আমিন মধ্যপ্রাচ্যে থাকাকালে তাঁর কাছ থেকে টাকা ধার নেন। গত জুন মাসে দেশে ফিরে ধার করা টাকা ফেরত চাইলে তাঁরা তাঁকে প্রাণনাশের হুমকি দেন। সমাজের গণ্যমান্য ব্যক্তিদের দিয়ে টাকা আদায়ের জন্য চাপ প্রয়োগ করা হলে সন্ত্রাসী নিয়ে তাঁর বাড়িতে হামলা করা হয়।
মো. মুসা ও বনি আমিন বলেন, টাকা পাবে সেটা বড় কথা নয়। ইমাম উদ্দিন খারাপ ব্যবহার করেছেন, তাই একটু শাস্তি দিলাম।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
No comments