প্রণোদনা প্যাকেজ ইতিবাচক: বিটিএমএ
রপ্তানি খাতের উন্নয়নের জন্য দ্বিতীয় প্রণোদনা প্যাকেজ ঘোষণার জন্য অর্থমন্ত্রীসহ সরকারকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।
সমিতির সভাপতি আবদুল হাই সরকার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, প্রণোদনা প্যাকেজে তুলা ও অন্য তন্তু আমদানির ক্ষেত্রে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডের ব্যবহারের সুবিধা দেওয়া একটি প্রশংসনীয় ও ইতিবাচক পদক্ষেপ।
একইভাবে প্রণোদনা প্যাকেজে বস্ত্র খাতের ক্যাপটিভ জেনারেশনের জন্য লাইসেন্স ফি ও নবায়ন ফি ১ নভেম্বর থেকে আগামী ৩০ জুন পর্যন্ত প্রণোদনা প্যাকেজ হতে প্রদান ক্যাপটিভ জেনারেশনের সঙ্গে সংশ্লিষ্ট মিলগুলোর জন্য সহায়ক হবে। তবে বিটিএমএ সরকারকে ক্যাপটিভ জেনারেশনের লাইসেন্স ফি ও নবায়ন ফি প্রত্যাহারের অনুরোধ করেছে।
সমিতির সভাপতি আবদুল হাই সরকার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, প্রণোদনা প্যাকেজে তুলা ও অন্য তন্তু আমদানির ক্ষেত্রে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডের ব্যবহারের সুবিধা দেওয়া একটি প্রশংসনীয় ও ইতিবাচক পদক্ষেপ।
একইভাবে প্রণোদনা প্যাকেজে বস্ত্র খাতের ক্যাপটিভ জেনারেশনের জন্য লাইসেন্স ফি ও নবায়ন ফি ১ নভেম্বর থেকে আগামী ৩০ জুন পর্যন্ত প্রণোদনা প্যাকেজ হতে প্রদান ক্যাপটিভ জেনারেশনের সঙ্গে সংশ্লিষ্ট মিলগুলোর জন্য সহায়ক হবে। তবে বিটিএমএ সরকারকে ক্যাপটিভ জেনারেশনের লাইসেন্স ফি ও নবায়ন ফি প্রত্যাহারের অনুরোধ করেছে।
No comments