সখীপুরে শাহজালাল ব্যাংকের শাখা চালু
টাঙ্গাইলের সখীপুর উপজেলাধীন বড়চওনা বাজারে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ৪৫তম শাখার কার্যক্রম শুরু হয়েছে।
ব্যাংকের চেয়ারম্যান মো. তৌহিদুর রহমান প্রধান অতিথি হিসেবে এ শাখার উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলীর সভাপতিত্বে শাখাটির উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ হাসান ও ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরুল আরেফীন, পরিচালক আক্কাস উদ্দিন মোল্লা, স্পন্সর শেয়ারহোল্ডার আবদুল মান্নান, টাঙ্গাইল জেলা পরিষদ ও পৌরসভার সাবেক চেয়ারম্যান শওকত আলী তালুকদার, সদর উপজেলার চেয়ারম্যান আবদুর রশীদ লেবু, সখীপুর উপজেলার চেয়ারম্যান শওকত সিকদার, আইনজীবী আহমেদ আযম খান প্রমুখ বক্তব্য দেন।
ব্যাংকের চেয়ারম্যান মো. তৌহিদুর রহমান প্রধান অতিথি হিসেবে এ শাখার উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলীর সভাপতিত্বে শাখাটির উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ হাসান ও ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরুল আরেফীন, পরিচালক আক্কাস উদ্দিন মোল্লা, স্পন্সর শেয়ারহোল্ডার আবদুল মান্নান, টাঙ্গাইল জেলা পরিষদ ও পৌরসভার সাবেক চেয়ারম্যান শওকত আলী তালুকদার, সদর উপজেলার চেয়ারম্যান আবদুর রশীদ লেবু, সখীপুর উপজেলার চেয়ারম্যান শওকত সিকদার, আইনজীবী আহমেদ আযম খান প্রমুখ বক্তব্য দেন।
No comments