মাওবাদীদের হাতে পাঁচজন খুন
আবারও উত্তপ্ত হয়ে ওঠেছে পশ্চিমবঙ্গের মাওবাদী অধ্যুষিত জঙ্গলমহল। গত শুক্র ও শনিবার মাওবাদীদের হাতে খুন হয়েছে দুইজন নিরাপত্তা জওয়ানসহ পাঁচ জন। পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার পিড়াকাঁটার ভিমশোল জঙ্গলে পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরণে মারা যান ওই দুই নিরাপত্তা জওয়ান। আহত হন আরও তিনজন। তাঁরা এলাকায় টহল শেষে ক্যাম্পে ফেরার পথে এই দুর্ঘটনার মুখে পড়ে। নিহত দুই জওয়ান যৌথ বাহিনীর ইন্ডিয়ান রিজার্ভ ফোর্সের জওয়ান।
যৌথ বাহিনী গত জুন মাস থেকে জঙ্গলমহলে মাওবাদী দমন অভিযান শুরুর পর এই প্রথম যৌথবাহিনীর দুই সদস্য স্থল মাইনের বিস্ফোরণে মারা যায়। এদিকে গতকাল শনিবার একই অঞ্চলে আরও তিন সিপিএম সমর্থক ও ব্যবসায়ীকে মাওবাদীরা খুন করে।
যৌথ বাহিনীর অত্যাচারের অভিযোগ এনে জঙ্গলমহলে আগামী মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের বন্ধ্ ডাকার হুমকি দিয়েছে মাওবাদীরা।
যৌথ বাহিনীর অত্যাচারের অভিযোগ এনে জঙ্গলমহলে আগামী মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের বন্ধ্ ডাকার হুমকি দিয়েছে মাওবাদীরা।
No comments