হোয়াইট হাউসের নিরাপত্তাব্যবস্থা ৯১ বার লঙ্ঘিত হয়েছে
কঠোর নিরাপত্তাবেষ্টনী ভেদ করে হোয়াইট হাউসে বিনা আমন্ত্রণে নৈশভোজ অনুষ্ঠানে অংশ নিয়ে তারেক ও মিশেল সালাহি দম্পতি এখন বিশ্বের সবচেয়ে বিখ্যাত অনাহূত অতিথিতে পরিণত হয়েছেন। কিন্তু তাঁরাই প্রথম নন, যাঁরা হোয়াইট হাউসের কড়া নিরাপত্তাব্যবস্থা ভেদ করতে পেরেছেন। ১৯৮০ সাল থেকে এ পর্যন্ত মোট ৯১ বার মার্কিন প্রেসিডেন্টের বাসভবনের নিরাপত্তাব্যবস্থা ভেদ করা হয়েছে। মার্কিন গোয়েন্দা দপ্তরের তৈরি একটি গোপন প্রতিবেদনের বরাত দিয়ে সম্প্রতি এ তথ্য জানিয়েছে প্রভাবশালী মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোস্ট।
২০০৩ সালে তৈরি করা ওই প্রতিবেদনে নিরাপত্তা লঙ্ঘনের অনেকগুলো ঘটনার বর্ণনা রয়েছে। সেগুলোর মধ্যে এমন ঘটনাও রয়েছে, যেখানে এক মার্কিন দম্পতি একটি মিনিভ্যান নিয়ে হোয়াইট হাউস প্রাঙ্গণে ঢুকে পড়েন। ওই প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, নিরাপত্তা লঙ্ঘনের এমন ঘটনাগুলো পর্যবেক্ষণ করে ভবিষ্যতে সম্ভাব্য আততায়ীরা হোয়াইট হাউসে ঢোকার সুযোগ নিতে পারে।
গোয়েন্দা দপ্তরের একজন কর্মকর্তা ওই প্রতিবেদনের যথার্থতা নিশ্চিত করে করেছেন।
২০০৩ সালে তৈরি করা ওই প্রতিবেদনে নিরাপত্তা লঙ্ঘনের অনেকগুলো ঘটনার বর্ণনা রয়েছে। সেগুলোর মধ্যে এমন ঘটনাও রয়েছে, যেখানে এক মার্কিন দম্পতি একটি মিনিভ্যান নিয়ে হোয়াইট হাউস প্রাঙ্গণে ঢুকে পড়েন। ওই প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, নিরাপত্তা লঙ্ঘনের এমন ঘটনাগুলো পর্যবেক্ষণ করে ভবিষ্যতে সম্ভাব্য আততায়ীরা হোয়াইট হাউসে ঢোকার সুযোগ নিতে পারে।
গোয়েন্দা দপ্তরের একজন কর্মকর্তা ওই প্রতিবেদনের যথার্থতা নিশ্চিত করে করেছেন।
No comments