পাকিস্তানের সুপ্রিম কোর্টে ‘সাধারণ ক্ষমা’ বিরোধী মামলার শুনানি শুরু
পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফের ঘোষিত ‘সাধারণ ক্ষমার’ বৈধতাবিরোধী একটি মামলার শুনানি গতকাল সোমবার সে দেশের সুপ্রিম কোর্টে শুরু হয়েছে। ওই ক্ষমা ঘোষণার ফলে দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও তাঁর স্বামী আসিফ আলী জারদারি তখন তাঁদের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ থেকে রেহাই পান এবং স্বেচ্ছানির্বাসন থেকে স্বদেশে ফেরার সুযোগ পান।
পারভেজ মোশাররফের ওই ক্ষমা ঘোষণা অবৈধ ছিল দাবি করে সুপ্রিম কোর্টে একটি মামলা ঠুকে দেওয়া হয়। সুপ্রিম কোর্টের মুখপাত্র আজহার হোসেন জানিয়েছেন, একটি বেঞ্চ গতকাল সোমবার ওই মামলার শুনানি শুরু করেন। তিনি এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানাননি।
বিশ্লেষকেরা মনে করছেন, পারভেজ মোশাররফের ওই ক্ষমা ঘোষণা অবৈধ প্রমাণিত হলে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির শাসনের বৈধতাও হুমকির মুখে পড়বে। দুর্নীতির অভিযোগ রয়েছে—এমন কোনো ব্যক্তি যে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে পারেন, তা নিয়ে প্রশ্ন উঠবে।
পারভেজ মোশাররফের ওই ক্ষমা ঘোষণা অবৈধ ছিল দাবি করে সুপ্রিম কোর্টে একটি মামলা ঠুকে দেওয়া হয়। সুপ্রিম কোর্টের মুখপাত্র আজহার হোসেন জানিয়েছেন, একটি বেঞ্চ গতকাল সোমবার ওই মামলার শুনানি শুরু করেন। তিনি এ ব্যাপারে বিস্তারিত আর কিছু জানাননি।
বিশ্লেষকেরা মনে করছেন, পারভেজ মোশাররফের ওই ক্ষমা ঘোষণা অবৈধ প্রমাণিত হলে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির শাসনের বৈধতাও হুমকির মুখে পড়বে। দুর্নীতির অভিযোগ রয়েছে—এমন কোনো ব্যক্তি যে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে পারেন, তা নিয়ে প্রশ্ন উঠবে।
No comments