পশ্চিমবঙ্গে ফের রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানালেন মমতা
তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়েছেন।
কিছুদিন ধরেই মমতা পশ্চিমবঙ্গে সিপিআইএমের সন্ত্রাসের মোকাবিলায় সংবিধানের ৩৫৬ ধারানুযায়ী রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানিয়ে আসছেন। গত মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি রাজ্যে গণতন্ত্র বাঁচাতে রাষ্ট্রপতির শাসন জারি করা ছাড়া কোনো পথ নেই বলে মন্তব্য করেন।
বৈঠক শেষে মমতা সাংবাদিকদের জানান, পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কেন্দ্রীয় সরকারের উচিত, সংবিধানের ৩৫৬ ও ৩৫৫ ধারা প্রয়োগ করা।
কিছুদিন ধরেই মমতা পশ্চিমবঙ্গে সিপিআইএমের সন্ত্রাসের মোকাবিলায় সংবিধানের ৩৫৬ ধারানুযায়ী রাষ্ট্রপতি শাসন জারির দাবি জানিয়ে আসছেন। গত মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি রাজ্যে গণতন্ত্র বাঁচাতে রাষ্ট্রপতির শাসন জারি করা ছাড়া কোনো পথ নেই বলে মন্তব্য করেন।
বৈঠক শেষে মমতা সাংবাদিকদের জানান, পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য কেন্দ্রীয় সরকারের উচিত, সংবিধানের ৩৫৬ ও ৩৫৫ ধারা প্রয়োগ করা।
No comments