জুলাই আন্দোলনে আহতদের সব সময় পাশে থাকবো: সেনাপ্রধান
সেনাপ্রধান বলেন, এখানে ব্যবসায়ী এবং উদ্যোক্তারা আছেন, ব্যাংকার্সরা উপস্থিত রয়েছেন, তারা সবাই টাকা দিয়েছেন। ডিজিএফআই টাকা দিয়েছে, এসএসএফ আপনাদের জন্য অর্থ দান করেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে টাকা খরচ করা হচ্ছে। এই চেষ্টা আমাদের সব সময় জারি থাকবে। আমাদের চেষ্টা থাকবে আপনাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। আপনারা মনোবল হারাবেন না। মনোবল হারানোর কিছু নেই। আপনারা এই জাতির কৃতী সন্তান। আপনারা এই দেশ এবং জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। আমি আপনাদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রতিশ্রুতি দিচ্ছি সব সময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।
তিনি বলেন, আহতদের অনেকেই চলাফেরা করতে পারেন না, দেখতে পারেন না। আমরা সব সময় আপনাদের পাশে থাকবো। ৪২০০ জনের উপরে আহতদের আমরা চিকিৎসা দিয়েছি এবং দিয়ে যাচ্ছি। এটা সব সময় জারি থাকবে ইনশাআল্লাহ।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানিয়েছে, ইফতার ও নৈশভোজে জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্রছাত্রীরা, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসামরিক পরিমণ্ডলের বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালকরা অংশগ্রহণ করেন। এছাড়াও অনুষ্ঠান শেষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আহতদের হাতে ঈদ উপহার তুলে দেয়া হয়।
No comments