মৃত্যুদণ্ড থেকে মুক্তি পেলেন ইরানি সঙ্গীততারকা
উল্লেখ্য, সালেহী তার গানে কঠোরভাবে ইরানি নেতাদের সমালোচনা করেন। এ কারণে ইরান সরকার তাকে কনসার্টে পারফর্ম করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয়। এর আগে সুপ্রিম কোর্টের আদেশে মৃত্যুদণ্ড বাতিলের পর ২০২৩ সালের জুলাই মাসে তাকে ছয় বছর তিন মাসের সাজা দেওয়া হয়। সালেহী কোনো প্রমাণ ছাড়াই গোয়েন্দা সংস্থার কর্মীদের নামে ভুয়া পোস্ট শেয়ার করে নির্যাতনের দাবি করেন বলে অভিযোগ করা হয়। এ কারণে কিছুদিন পর তাকে পুনরায় আটক করা হয়। এরপর ২০২৪ সালের এপ্রিলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় ভয়াবহ অপরাধের কারণে, যদিও পরবর্তীতে এই রায় বাতিল করা হয়। এই র্যাপারকে সাইবারস্পেসে মিথ্যা ছড়ানো, জনগণের মাঝে মতভেদ সৃষ্টি এবং প্রোপাগান্ডা বাস্তবায়নের মতো কয়েকটি অভিযোগে অভিযুক্ত করা হয়। ইনডেক্স অন সেনশরশিপ নামে একটি সংস্থা তার মুক্তির খবরকে স্বাগত জানায়। তারা আরো জানায় সালেহীকে আটক করা উচিত হয়নি। পুরো ইরান মাশা আমিনের মৃত্যু নিয়ে উত্তপ্ত থাকার মুহূর্তে তাকে আটক করা হয়।
No comments