যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে মামলা
যুক্তরাষ্ট্রে
স্বাস্থ্য সেবা কর্মসূচি ওবামাকেয়ার বাতিল করতে ২০ অঙ্গরাজ্যের একটি জোট
ফেডারেল সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তারা বলছেন, ওবামাকেয়ারের এখন
আর কোনো আইনগত বৈধতা নেই। সোমবার দায়ের করা মামলায় নেতৃত্ব দিচ্ছেন
টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেইন প্যাক্সটন এবং উইসকনসিনের অ্যাটর্নি
জেনারেল ব্র্যাড স্কিমেল।
তারা বলেছেন, গত বছরের ডিসেম্বরে প্রেসিডেন্ট
ট্রাম্প কর সংস্কার বিলে স্বাক্ষর করেছেন। এতে ওবামাকেয়ারের সঙ্গে যুক্ত
বিভিন্ন সুবিধা বাতিল করা হয় এবং নাগরিকদের কর প্রদানের কথা বলা হয়। ফলে
বর্তমানে ওবামাকেয়ার বহাল থাকার সাংবিধানিক বৈধতা নেই বলে তারা যুক্তি দেন।
প্যাক্সটন এক বিবৃতিতে জানান, সুপ্রিম কোর্টও স্বীকার করেছে, কর প্রদান
ছাড়া একক ব্যক্তির অনুমোদনে কোনো কিছু বহাল থাকতে পারে না। ফলে মার্কিনীরা
এখন ওবামাকেয়ার থেকে মুক্ত। মার্কিন বিচার বিভাগ মামলায় আইনগতভাবে লড়াই
করবে কিনা সেই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। সাবেক প্রেসিডেন্ট
বারাক ওবামা স্বাস্থ্য কর্মসূচিটি চালু করেছিলেন।
সূত্র : রয়টার্স
সূত্র : রয়টার্স
No comments