পাপুয়া নিউ গিনিতে শক্তিশালী ভূমিকম্প
পাপুয়া
নিউ গিনির পগেরা ১১১ কিলোমিটার দক্ষিণপশ্চিমাঞ্চলে সোমবার একটি শক্তিশালী
ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.০। মার্কিন
ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানায়। খবর সিনহুয়ার।
খবরে বলা হয়, গত ২৫
ফেব্রুয়ারি এ এলাকায় রিখটার স্কেলে ৭.৫ তীব্রতার একটি শক্তিশালী ভূমিকম্প
আঘাত হানার পর এ ভূমিকম্প আঘাত হানলো। এরপর সেখানে আরো কয়েকদফা ভূমিকম্প
পরবর্তী কম্পন অনুভূত হয়। সর্বশেষ এ ভূমিকম্প ৬.৩০৭ ডিগ্রী দক্ষিণ অক্ষাংশ
এবং ১৪২.৬২০ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে আঘাত
হানে। গ্রিনিচ মান সময় রোববার ১৯৫৬টায় এটি সংঘটিত। রেডক্রস জানায়, ওই
এলাকায় প্রধান কোনো শহর না থাকলেও ভূমিকম্পের উৎপত্তিস্থলের এক শ’
কিলোমিটারের প্রায় ছয় লাখ ৭০ হাজারের বেশি লোকের বসবাস রয়েছে।
No comments