কলার খোসা অনেক কাজের
কলার
পুষ্টিগুণের কথা কমবেশি সবার জানা। তবে কলার খোসা সম্পর্কে আমরা কতটুকু
জানি। বেশিরভাগ সময় দেখা যায় কলা খাওয়ার পরে খোসাটা ডাস্টবিনে ফেলে দেই।
কিন্তু কলার খোসা যে কত কাজের তা কি জানা আছে আমাদের? অযত্নে অবহেলায় ফেলা
দেয়া কলার খোসা লাগতে পারে আপনার অনেক কাজে। আসুন জেনে নিই কলার খোসার ব্যাবহার-
ঝকঝকে সাদা দাঁত
আপনি জানেন কি ঝকঝকে সাদা দাঁতের জন্য কলার খোসার বিকল্প নেই। কলার খোসার ভেতরের অংশ দাঁতে ঘষতে থাকুন দুই মিনিট ধরে। পাঁচ মিনিট অপেক্ষা করে এরপর নিয়মিত টুথপেস্ট দিয়ে দাঁত মেজে ফেলুন। মাত্র সাত দিনেই পাবেন সাদা দাঁত ।
জুতা চকচকে
জুতার চকচকে করতে বুট পলিশের পরিবর্তে ব্যবহার করতে পারেন কলার খোসা। জুতায় লেগে থাকা আলগা ময়লা পরিষ্কার করে নিন। এবার পাকা কলার খোসার ভেতরের অংশটা দিয়ে জুতা ওপরে ঘষুন অন্তত পাঁচ মিনিট। দেখবেন চকচকে হয়ে উঠতে শুরু করেছে জুতা।
ব্রণ দূর করতে
বয়স সন্ধিঃকাল থেকেই ব্রণের সমস্যায় ভুগেন অনেক ছেলেমেয়েরা। যাদের ব্রণের সমস্যা রয়েছে তাদের জন্য বলছি ছোট ছোট ব্রণকে দূর করতে সাহায্য করবে কলার খোসা। কলার খোসার ভেতরের অংশটি দিয়ে ব্রণের ওপর ঘষতে থাকুন। কিছুক্ষণ পর দেখবেন ব্রণ কোথায় মিলিয়ে গেছে।
মসৃণ ত্বক
মসৃণ ত্বক পেতে ব্যবহার করতে পারেন কলার খোসা। শুষ্ক আর খসখসে ত্বকে কলার খোসার ভেতরের অংশ লাগিয়ে রাখুন কিছুক্ষণ। তারপর ধুয়ে ফেলুন। দেখবেন ত্বক মসৃণ লাগছে।
ঝকঝকে সাদা দাঁত
আপনি জানেন কি ঝকঝকে সাদা দাঁতের জন্য কলার খোসার বিকল্প নেই। কলার খোসার ভেতরের অংশ দাঁতে ঘষতে থাকুন দুই মিনিট ধরে। পাঁচ মিনিট অপেক্ষা করে এরপর নিয়মিত টুথপেস্ট দিয়ে দাঁত মেজে ফেলুন। মাত্র সাত দিনেই পাবেন সাদা দাঁত ।
জুতা চকচকে
জুতার চকচকে করতে বুট পলিশের পরিবর্তে ব্যবহার করতে পারেন কলার খোসা। জুতায় লেগে থাকা আলগা ময়লা পরিষ্কার করে নিন। এবার পাকা কলার খোসার ভেতরের অংশটা দিয়ে জুতা ওপরে ঘষুন অন্তত পাঁচ মিনিট। দেখবেন চকচকে হয়ে উঠতে শুরু করেছে জুতা।
ব্রণ দূর করতে
বয়স সন্ধিঃকাল থেকেই ব্রণের সমস্যায় ভুগেন অনেক ছেলেমেয়েরা। যাদের ব্রণের সমস্যা রয়েছে তাদের জন্য বলছি ছোট ছোট ব্রণকে দূর করতে সাহায্য করবে কলার খোসা। কলার খোসার ভেতরের অংশটি দিয়ে ব্রণের ওপর ঘষতে থাকুন। কিছুক্ষণ পর দেখবেন ব্রণ কোথায় মিলিয়ে গেছে।
মসৃণ ত্বক
মসৃণ ত্বক পেতে ব্যবহার করতে পারেন কলার খোসা। শুষ্ক আর খসখসে ত্বকে কলার খোসার ভেতরের অংশ লাগিয়ে রাখুন কিছুক্ষণ। তারপর ধুয়ে ফেলুন। দেখবেন ত্বক মসৃণ লাগছে।
No comments