দিনভর ওঠানামার পর ঊর্ধ্বমুখী সূচক
অনেক
দিন পর সপ্তাহের প্রথম কার্যদিবসে ঊর্ধ্বমুখী ধারায় শুরু হয়েছে দুই
শেয়ারবাজারের লেনদেন। বেশিরভাগ কোম্পানির শেয়ারদর বৃদ্ধির পাশাপাশি বাজার
সূচকও বেড়েছে। তবে লেনদেনের পরিমাণ দ্বিতীয় শেয়ারবাজার সিএসইতে বাড়লেও
কমেছে প্রধান শেয়ারবাজার ডিএসইতে। গত সপ্তাহের সার্বিক লেনদেন নিম্নমুখী
থাকলেও শেষ তিন কার্যদিবসে ইতিবাচক ধারাতেই ছিল বাজার। বাজার সংশ্নিষ্টরা
জানান, টানা পতনের পর বাজার ঘুরে দাঁড়াবে- এমন ধারণা নিয়ে অনেক বিনিয়োগকারী
শেয়ার লেনদেনে অংশ নিচ্ছেন এখন। এরই প্রতিফলন দেখা গেছে বাজারে। তবে
লেনদেনের শুরুতে যে ঊর্ধ্বমুখী ধারা ছিল, তা লেনদেনের শেষ পর্যন্ত বজায়
থাকেনি। লেনদেনের প্রথম পৌনে এক ঘণ্টা শেষে অধিকাংশ কোম্পানির শেয়ারদর
বৃদ্ধির কারণে বাজারের প্রধান সূচক ডিএসইএক্স ৫৩ পয়েন্ট বেড়ে ৫৯২৩ পয়েন্ট
ছাড়িয়েছিল।
এরপর কিছু শেয়ার দর হারায়। অন্য অনেক শেয়ারের দরবৃদ্ধির হার
শুরুর তুলনায় কমে যায়। দুপুর ১টা ২০ মিনিটে সূচকটি ৫৮৭৬ পয়েন্টে নেমেছিল।
নিম্নমুখী ধারার কারণে শেষ পর্যন্ত ঊর্ধ্বমুখী থাকে কি-না, তা নিয়ে শঙ্কাও
দেখা দেয়। যদিও লেনদেন শেষে সূচকটি ১২ পয়েন্ট বেড়ে ৫৮৮৩ পয়েন্টে ক্লোজ হয়।
শীর্ষ এক মার্চেন্ট ব্যাংক কর্মকর্তা বলেন, শেয়ারবাজার সংকটের প্রধান কারণ
ব্যাংকিং খাতের তারল্য সংকট। এর সমাধানে সরকারসহ সংশ্নিষ্ট সব পক্ষ কাজ
করছে বলে খাবর পাওয়া গেছে। ইতিবাচক ফল মিললে ঘুরে দাঁড়াবে বাজার। যদিও
রাজনীতিসহ অনেক বিষয় নিয়ে অনিশ্চয়তা রয়েই গেছে।
No comments