আমি সন্ত্রাসী এজন্য আমি গবির্ত : ইসমাইল হানিয়া
ফিলিস্তিনের
রাজনৈতিক সংগঠন হামাস নেতা ইসমাইল হানিয়াকে যুক্তরাষ্ট্র কর্তৃক সন্ত্রাসী
তালিকাভুক্ত করার কারণে নিজেকে গর্বিত হিসেবে দাবি করেছে ইসমাইল হানিয়া।
বৃহস্পতিবার রাতে গাজায় হামাস সমর্থকদের সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
বুধবার যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে ইসমাইল হানিয়ার নাম
তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র।
এরপর প্রথমবারের মতো এ নিয়ে মুখ খুললেন
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির নেতা হানিয়া। মার্কিন এ সিদ্ধান্তের
প্রতিবাদে রাতে বিশাল সমাবেশও করে তারা। সমাবেশে এই হামাস নেতা বলেন,
মার্কিন এ সিদ্ধান্ত সম্মানজনক পুরস্কার। এ জন্য গর্বিত। আমি এমন এক
সংগঠনের সঙ্গে আছি যারা দীর্ঘদিন ধরেই নিপীড়নের শিকার। আমরা দখলদারকে হটাতে
চাই। ওয়াশিংটনের এ সিদ্ধান্তে ফিলিস্তিনিদের কিছুই আসে-যায় না। বুধবার
হামাস শীর্ষ নেতা হানিয়াকে আন্তর্জাতিক সন্ত্রাসীদের তালিকাভুক্ত করে
যুক্তরাষ্ট্র। এ সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে থাকা হানিয়ার সব সম্পত্তি
জব্দ হবে। পাশাপাশি হামাস নেতার সঙ্গে কোনো মার্কিনিদের আর্থিক লেনদেনের
ওপরও নিষেধাজ্ঞা আরোপ হয়।
No comments