বইমেলায় বিশেষায়িত বই ‘হ্যাকিংয়ের গোলকধাঁধা’
প্রতিনিয়ত
আমরা তথ্যপ্রযুক্তির সাগরে নিমজ্জিত হচ্ছি। আমাদের দৈনন্দিন সব কাজই হয়ে
পড়ছে প্রযুক্তি নির্ভর। তবে যথাযথ নিরাপত্তার অভাবে হ্যাক হতে পারে যেকোনো
সিস্টেম এবং তা প্রায়শই হয়েও উঠছে, আর এর ফলে কোটি টাকার লোকসান হওয়ারও
সম্ভাবনা আছে।
তাই দেশের সর্বপ্রথম প্রতিষ্ঠিত বাগস-বাউন্টি প্লাটফর্ম
‘বাগসবিডি’ (www.bugsbd.com)-এর প্রচেষ্টায় সাইবার নিরাপত্তার এই বিষয়টিকে
বিস্তারিত তুলে ধরতেই সাইবার সিকিউরিটির দুই গবেষক, দিলোয়ার আলম ও
মনিরুজ্জামানের লেখা ‘হ্যাকিংয়ের গোলকধাঁধা’ বইটি এবারের বইমেলায় প্রকাশিত
হয়েছে। বর্তমান প্রযুক্তির যুগে নিরাপদ থাকতে হলে সচেতনতার পাশাপাশি জানতে
হবে নিরাপদ থাকার কৌশলগুলোও। অবিশ্বাস্য হলেও সত্যি যে অধিকাংশ মানুষ
সাইবার নিরাপত্তার বিষয়ে অজ্ঞ। বিভিন্ন ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বিষয়ক
আলোচনা থেকে শুরু করে সাইবার নিরাপত্তা ও হ্যাকিং সম্পর্কে গুরুত্বপূর্ণ
প্রায় সব তথ্য তুলে ধরা হয়েছে এ বইটিতে। বইটি পাওয়া যাচ্ছে বাংলা একাডেমীর
লিটল ম্যাগাজিন চত্বরের ২৪ নং স্টলে। এর মূল্য ২৮৫ টাকা হলেও বইমেলায় বিশেষ
ছাড় চলছে।
No comments