‘যুক্তরাষ্ট্র-ইসরাইলের স্বার্থ রক্ষা করছে সৌদি আরব’
সৌদি
আরব ও সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরাইলের
স্বার্থ রক্ষা করছে বলে অভিযোগ করেছেন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের
নেতা আব্দুল মালিক আল-হুথি। শুক্রবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি
এ অভিযোগ করেন।
ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা আন্দোলনের প্রতি সমর্থন
জানিয়ে আব্দুল মালিক বলেন, দখলদার ইসরাইল মুসলিম বিশ্বের প্রধান সমস্যা
ফিলিস্তিনি সংকট থেকে দৃষ্টি অন্যদিকে সরিয়ে রাখার যে চেষ্টা করছে ইয়েমেনে
আগ্রাসন চালিয়ে সে প্রচেষ্টায় সহযোগিতা করছে রিয়াদ ও আবুধাবি। তিনি বলেন,
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনের সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করে
রিয়াদ ও আবুধাবি মধ্যপ্রাচ্যে ওয়াশিংটন ও তেলআবিবের স্বার্থ কতখানি রক্ষা
করছে। আরব আমিরাতের সমর্থনপুষ্ট বিচ্ছিন্নতাবাদীরা গত ২৮ জানুয়ারি এডেনে
হামলা চালায়। তারা ব্যাপক সংঘর্ষের মাধ্যমে ইয়েমেনের পদত্যাগকারী
প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত সেনাদের নিয়ন্ত্রণে থাকা বেশ
কিছু সামরিক স্থাপনা দখল করে নেয়। এক পর্যায়ে তারা শহরের প্রেসিডেন্ট
প্রাসাদেরও নিয়ন্ত্রণ নেয়।
No comments