ভারী গোলা বর্ষণের পর কুর্দিদের অবস্থানে বিমান হামলা তুরস্কের
উত্তর
সিরিয়ার কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে তুরস্ক।
এর ফলে সিরিয়ার সাত বছরের সংঘাতে আরও একটি যুদ্ধক্ষেত্র যোগ হলো। সিরিয়ার
কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে তুরস্ক তাদের এই অভিযানের নাম দিয়েছে
অপারেশন ‘অলিভ ব্রাঞ্চ ’।
aকুর্দি বিরোধী অভিযানের বিষয়ে তুরস্কের
প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি
মিলিশিয়াদের বিরুদ্ধে তাদের অভিযান শুরু হয়ে গেছে। মূলত কুর্দি মিলিশিয়া
গোষ্ঠী ওয়াইপিজি এবং জঙ্গী গোষ্ঠী ইসলামিক স্টেট তাদের এই অভিযানের
লক্ষ্য। ঘোষণার পর তুরস্কের যুদ্ধবিমানগুলো সিরিয়ার আফরিন অঞ্চলে কুর্দি
মিলিশিয়াদের অবস্থান লক্ষ্য করে বোমা বর্ষণ করছে। এরআগে গত কদিন ধরেই
তুরস্ক সেখানে কুর্দি অবস্থানগুলোর ওপর ভারী গোলা বর্ষণ শুরু করে। এর আগে
স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত প্রায় ৭০টি
কামানের গোলা নিক্ষেপ করা হয় বলে জানান তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী
নুরুদ্দিন জানিকলি। সংবাদদাতারা জানাচ্ছেন, তুর্কী যুদ্ধ বিমানগুলো আফরিন
অঞ্চলের কুর্দি অবস্থান লক্ষ্য করে বোমা হামলা চালাচ্ছে। কুর্দি গোষ্ঠী
ওয়াইপিজি বলছে, কয়েকটি গ্রামে এবং আফরিন শহরে বিমান হামলা হয়েছে। এদিকে
সিরিয়া ইতিমধ্যে এরকম অভিযানের ব্যপারে হুশিয়ারি উচ্চারণ করে বলেছে,
তুর্কি বিমান উড়তে দেখলে তা গুলি করে নামানো হবে। তবে সিরিয়ার মিত্র
রাশিয়া অবশ্য বলেছে আফরিনের লড়াইয়ে তারা হস্তক্ষেপ করবে না।
No comments