উল্টোপথে সাংসদের গাড়ি, বাধা দিলেন পুলিশ কনস্টেবল
সংসদ সদস্য (এমপি) সেলিম উদ্দিন যাচ্ছিলেন রাজধানীর শান্তিনগর বেইলিরোড মোড়ে দিয়ে উল্টোপথে। এ সাংসদের গতিপথরোধ করে দাঁড়ালেন সাহসী এক ট্রাফিক পুলিশের সদস্য। কারণ উল্টোপথে দিয়ে গাড়ি চালিয়ে যেতে চেয়েছিলেন ওই সংসদ সদস্য।
কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্য উল্টোপথে যেতে চেষ্টা করা ওই গাড়িটির সামনে দাঁড়িয়ে বাধা দেন। গাড়ির চালককে বললেন ‘সাইনবোর্ড দেখেন, উল্টোপথে যাওয়া যাবে না।’
ট্রাফিক পুলিশের এমন কথা শুনে গাড়ি থেকে নেমে তেড়ে আসেন সাংসদ।
ততক্ষণে এ দৃশ্যটি মোবাইলফোনে ধারণ করতে শুরু করেন পথচারীরা। ফলে অবস্থা বেগতিক দেখে গাড়ি ঘুরিয়ে ঠিক পথে চলে যান তিনি।
ওই ভিডিওটিই পরে ‘ট্রাফিক এলার্ট’ নামে একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে ভাইরাল হয়। ঘটনাটি রোববার রাতের।
জানা গেছে, সিলেট-৫ আসনের জাতীয় পার্টির এমপি সেলিম উদ্দিন সেই সময় গাড়ির পেছনের সিটে বসা ছিলেন। তার গাড়িকে বাধা দেয়ায় কিছুটা রাগান্বিতভাবে সেই ট্রাফিক পুলিশের সদস্যের দিকে এগিয়ে আসছিলেন এমপি।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম জানান, উল্টোপথে চলা আইনত অপরাধ। উল্টোপথে না চলতে পুলিশের পক্ষ থেকে নানা উদ্যোগ নেয়া হয়েছে। পোস্টারিং, সাইনবোর্ড লাগানো হয়েছে। এরপরও কোনো সচেতন নাগরিকের উল্টোপথে চলা দুঃখজনক।
কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্য উল্টোপথে যেতে চেষ্টা করা ওই গাড়িটির সামনে দাঁড়িয়ে বাধা দেন। গাড়ির চালককে বললেন ‘সাইনবোর্ড দেখেন, উল্টোপথে যাওয়া যাবে না।’
ট্রাফিক পুলিশের এমন কথা শুনে গাড়ি থেকে নেমে তেড়ে আসেন সাংসদ।
ততক্ষণে এ দৃশ্যটি মোবাইলফোনে ধারণ করতে শুরু করেন পথচারীরা। ফলে অবস্থা বেগতিক দেখে গাড়ি ঘুরিয়ে ঠিক পথে চলে যান তিনি।
ওই ভিডিওটিই পরে ‘ট্রাফিক এলার্ট’ নামে একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে ভাইরাল হয়। ঘটনাটি রোববার রাতের।
জানা গেছে, সিলেট-৫ আসনের জাতীয় পার্টির এমপি সেলিম উদ্দিন সেই সময় গাড়ির পেছনের সিটে বসা ছিলেন। তার গাড়িকে বাধা দেয়ায় কিছুটা রাগান্বিতভাবে সেই ট্রাফিক পুলিশের সদস্যের দিকে এগিয়ে আসছিলেন এমপি।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম জানান, উল্টোপথে চলা আইনত অপরাধ। উল্টোপথে না চলতে পুলিশের পক্ষ থেকে নানা উদ্যোগ নেয়া হয়েছে। পোস্টারিং, সাইনবোর্ড লাগানো হয়েছে। এরপরও কোনো সচেতন নাগরিকের উল্টোপথে চলা দুঃখজনক।
No comments