সৌদি আরবে ৫ বাসের সংঘর্ষে নিহত ৬, আহত ৬৫
সৌদি আরবের মদিনা-কাশিম মহাসড়কে একটি লরি এবং পাঁচ বাসের সংঘর্ষে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো অন্তত ৬৫ জন। সৌদি নিউজ পোর্টাল সবকের উদ্ধৃতি দিয়ে গালফ নিউজ এ খবর জানিয়েছে। ডেইলি আলবিলাদ জানিয়েছে, ওমরাহ শেষে যাত্রীদের নিয়ে বাসগুলো সৌদি আরবের রিয়াদ ও আরব আমিরাতের দিকে যাচ্ছিল। আল কাশিম প্রদেশের রাজধানীর বুরাইদাহ থেকে ২২৫ কিলোমিটার দূরে সাকরিয়াত কাবরা সেতুর কাছে সেগুলো দুর্ঘটনায় পড়ে। পাঁচটি বাসে অন্তত দুই শ' যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় নাগরিকও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। কাশিম প্রদেশের রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক মোহাম্মদ আল-হাম্মাদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাদের ২৮টি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে নিয়ে যান তারা। কর্মকর্তাদের বরাত দিয়ে সৌদি গেজেট জানিয়েছে, ধুলিঝড়ের কারণে দৃষ্টিসীমা কমে আসায় একটি লরি থমকে যায়। তখনই অন্য বাসগুলো একের পর এক সংঘর্ষে পড়ে বলে ধারণা করা হচ্ছে।
No comments