রেইনট্রির চার পরিচালকের ব্যাংক হিসাব তলব
বনানীর আলোচিত রেইনট্রির হোটেলের চার পরিচালকের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এরা হচ্ছেন রেইনট্রির চেয়ারম্যান শাহ মো. নাহিয়ান হারুন, ব্যবস্থাপনা পরিচালক শাহ মো. আদনান হারুন, পরিচালক মাহির হারুন ও মনিরা হারুন। তাদের ব্যাংক হিসাব লেনদেনের যাবতীয় তথ্য আগামী ১৫ দিনের মধ্যে পাঠাতে বলা হয়েছে। সম্প্রতি কর অঞ্চল-৭ এর ১৩৫ সার্কেল থেকে দেশের তফসিলি ব্যাংকের কাছে চিঠি পাঠিয়ে এদের মেয়াদি আমানত, চলিত ঋণ, ক্রেডিট কার্ড, সঞ্চয়পত্র বা অন্য যে কোনো ধরনের সঞ্চয়ের তথ্য পাঠাতে বলা হয়েছে। সূত্র জানায়, রেইনট্রি হোটেলের পরিচালক সংখ্যা পাঁচজন।
এদের প্রত্যেকেই ১০ হাজার শেয়ারের মালিক। পরিচালক হোমায়রা হারুনকে এ থেকে বাদ দেয়া হয়েছে। আয়কর রিটার্নের সঙ্গে চার পরিচালকের ব্যাংক স্টেটমেন্ট পাওয়া যায়নি। প্রসঙ্গত, ঝালকাঠির আওয়ামী লীগের সংসদ সদস্য বিএইচ হারুনের মালিকানাধীন বনানীর দ্য রেইনট্রি হোটেলে গত ২৮ মার্চ দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের শিকান হন। এ ঘটনার পর ৬ মে থানায় মামলা দায়ের করা হয়। মামলার সব আসামিকে গ্রেফতার করা হয়েছে এরই মধ্যে। তখন থেকেই হোটেলটি আলোচনায় আসে। শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা অভিযান চালিয়ে হোটেল থেকে অবৈধভাবে রাখা কয়েক বোতল মদ উদ্ধার করে এবং ভ্যাট ফাঁকির প্রমাণও পাওয়া যায়।
No comments