আফগানিস্তানে প্রথম রমজানে সহিংসতায় হতাহত শতাধিক
আফগানিস্তানের দুটি স্থানে আলাদা আত্মঘাতী বোমা হামলা ও সংঘর্ষে কমপক্ষে ৫৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। দেশটির খোস্ত প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় ১৮ জন নিহত ও ছয়জন আহত হহয়েছেন। এ ছাড়া, বাগদিস প্রদেশে নিরাপত্তা বাহিনীর ওপর উগ্রবাদীদের হামলার ফলে সৃষ্ট সংঘর্ষে ৩৬ জন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আফগান কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় খোস্ত প্রদেশের একটি সামরিক ঘাঁটির নিকটবর্তী একটি বাস স্টেশনের কাছে শনিবার একটি শক্তিশালী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটে। পুলিশের একটি গাড়ির বহর লক্ষ্য করে হামলাটি চালানো হয় বলে কর্মকর্তাদের বরাত দিয়ে তোলো নিউজ জানিয়েছে। ওই হামলায় কমপক্ষে ১৮ জন নিহত ও ছয়জন আহত হন। আহতদের মধ্যে দুটি শিশু রয়েছে বলে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ জানান।
এলাকাটি তালেবানের সাথে সংশ্লিষ্ট হক্কানি নেটওয়ার্ক প্রভাবিত হলেও এখনো কেউ এ হামলার দায় স্বীকার করেনি। এদিকে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাদগিস প্রদেশের কাদিস এলাকায় উগ্রবাদীরা নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালালে দুইপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন প্রদেশিক গভর্নরের মুখপাত্র জহির বাহান্দ। নিহতদের মধ্যে ছয়জন নিরাপত্তা বাহিনীর সদস্য, আটজন বেসামরিক নাগরিক এবং ২২ জন উগ্রবাদী রয়েছেন। কারা এ হামলা চালিয়েছে তা বাহান্দ জানাতে পারেননি। তবে ওই এলাকায় আইএস ও তালেবান গোষ্ঠীর ব্যাপক প্রভাব রয়েছে। এই দুই হামলার আগের দিন শুক্রবার আফগানিস্তানের হেরাত প্রদেশের আদরাসকান জেলায় রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরিত হয়ে ১০ বেসামরিক ব্যক্তি নিহত হন।
No comments