সোনা মসজিদে আমদানি-রফতানি বন্ধ
সময়সীমা পুনর্নির্ধারণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। রোববার সকাল থেকে ভারতীয় মহদিপুর স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমদানি-রফতানি বন্ধ করে দেয়। জানা গেছে, গত ২২ মে এক স্মারকে সহকারী কমিশনার (কাস্টমস) সাইদুল আলম রমজান মাস উপলক্ষে বিকাল ৪টা পর্যন্ত ভারত থেকে পণ্যবাহী ট্রাক গ্রহণ করা হবে বলে জানান। এ সিদ্ধান্তের পর ভারতীয় মহদিপুর স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রোববার সকাল থেকে সোনা মসজিদ স্থলবন্দরে পণ্যবাহী ট্রাক পাঠানো বন্ধ রেখেছে। সোনা মসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানিকারক গ্রুপ, সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও পানামা নেতৃবৃন্দ আমদানি-রফতানি বন্ধ থাকার কথা স্বীকার করেছেন।
তারা বলেন, গত রমজানে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ভারতীয় পণ্যবাহী ট্রাক গ্রহণ করা হতো। কিন্তু এবার রমজানে এ সিদ্ধান্তের ফলে ব্যবসায়ীদের ক্ষতি হবে। এ ব্যাপারে সহকারী কমিশনার (কাস্টমস) সাইদুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে মাইকো ওয়ান মাহফুজ জানান, ভারতীয় সিএন্ডএফ এজেন্টেরা নিয়ম অনুসারে পণ্যবাহী ট্রাক প্রেরণ করলে কোনো সমস্যা হবে না। কিন্তু তারা দুপুর ১২টা থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশ করায় পণ্য ছাড়ে জটিলতা সৃষ্টি হয়। রমজান মাসে সমস্যাটি আরও প্রকট হবে। তবে ব্যবসায়ীদের স্বার্থে সময় সংশোধন করে সাড়ে ৪টা পর্যন্ত ভারতীয় পণ্যবাহী ট্রাক গ্রহণ করা হবে।
No comments