এফএ কাপের রেকর্ড শিরোপা জিতল আর্সেনাল
প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন চেলসিকে হারিয়ে এফএ কাপের রেকর্ড শিরোপা জিতেছে আর্সেনাল। শনিবার ফাইনালে চেলসিকে ২-১ গোলে হারায় আর্সেন ভেঙ্গারের দল। প্রতিযোগিতার সর্বোচ্চ ১৩টি শিরোপা জিতল আর্সেনাল। টুর্নামেন্টে ১২ বার চ্যাম্পিয়ন হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। লিগে দলের সর্বোচ্চ গোলদাতা আলেক্সিস সানচেস ওয়েম্বলিতে পঞ্চম মিনিটেই এগিয়ে দেন আর্সেনালকে।
সানচেসের চিপ ডিফেন্ডার দাভিদ লুইস হেডে বিপদমুক্ত করতে ব্যর্থ হলে ফিরতি বল বুক দিয়ে নামিয়ে ডি-বক্সে ঢুকে বাঁ-পায়ের টোকায় গোলরক্ষককে পরাস্ত করেন চিলির এই স্ট্রাইকার। ১৯তম মিনিটে আর্সেনালের বাধা হয়ে দাঁড়ায় পোস্ট। ড্যানি ওয়েলবেকের হেড পোস্টে লাগার পর ফিরতি বল র্যামজির বুকে লেগে আবারও পোস্টে বাধা পায়। ৬৮তম মিনিটে ডাইভ দেয়ার অপরাধে দ্বিতীয় হলুদ কার্ড দেখে ভিক্তর মোজেস মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় চেলসি। ৭৬তম মিনিটে উইলিয়ানের পাস পেয়ে ডান পায়ের ভলিতে বল জালে পাঠান কস্তা। তবে চেলসির সমতায় ফেরার স্বস্তি স্থায়ী হয়নি। তিন মিনিট পরই র্যামজির গোলে ফের এগিয়ে যায় আর্সেনাল। বাঁ-দিকে বাইলাইনের কাছ থেকে অলিভিয়ে জিরুদের ক্রসে হেডে বল জালে পাঠান ওয়েলসের এই মিডফিল্ডার। আর্সেনালের এই সাফল্য তীব্র সমালোচনার মুখে থাকা ভেঙ্গারের জন্য এক বিরাট স্বস্তির। এই নিয়ে রেকর্ড সাতবার এফএ কাপের শিরোপা জিতলেন ফরাসি এই কোচ।
No comments