তাহমিনার হৃদয়পুরে বৃষ্টি লাকী আখন্দের সুরে
প্রয়াত কিংবদন্তি গায়ক লাকী আখন্দকে মরণোত্তর সম্মাননা জানানোর মধ্য দিয়ে সম্প্রতি প্রকাশ করা হল বাংলাদেশ বেতার কেন্দ্রের সঙ্গীতশিল্পী তাহমিনা আফরিনের একক অ্যালবাম ‘হৃদয়পুরে বৃষ্টি’। বিশ্বসাহিত্য কেন্দ্রের অ্যালবামটির মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সঙ্গীত ব্যক্তিত্ব শেখ সাদী খান। অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা প্রয়াত সুরকার ও সঙ্গীত পরিচালক লাকী আখন্দকে নিয়ে স্মৃতিচারণ করেন। প্রয়াত এ শিল্পীর পক্ষ থেকে তার মেয়ে মাম্মিন্তি সম্মাননা গ্রহণ করেন। হৃদয়পুরে বৃষ্টি অ্যালবামের ৪টি গানের সুর করেছেন লাকী আখন্দ। গানগুলোর কাজ তিনি অসুস্থ হওয়ার আগেই শেষ করেছিলেন। এ প্রসঙ্গে তাহমিনা আফরিন বলেন, অ্যালবাম প্রকাশের সময় গুণী এ কিংবদন্তিকে পাশে না পাওয়ায় অনেক খারাপ লেগেছে। তবে তার করা সুরের মাঝেই সবাই তাকে খুঁজে পাবেন বলে আমার বিশ্বাস।’ এ ছাড়াও নজরুল সঙ্গীতের একটি অ্যালবামের কাজ চলছে তাহমিনার।
No comments