যুক্তরাষ্ট্রে 'মুসলিম-বিদ্বেষী' হামলায় নিহত ২
যুক্তরাষ্ট্রে দুজন মুসলিম নারীকে গালাগাল করার সময় এক ব্যক্তিকে থামাতে গেলে তার ছুরিকাঘাতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।স্থানীয় সময় শুক্রবার বিকালে পোর্টল্যান্ড শহরে হলিউড ট্রানজিট স্টেশনে একটি ট্রেনে এঘটনা ঘটে। খবর বিবিসি'র। হামলাকারীর ছুরিকাঘাতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আরেকজন হাসপাতালে নেয়ার পর মারা যান। হামলাকারীকে পুলিশ গ্রেফতার করেছে। তবে তার আগে তিনি আরও একজনকে ছুরিকাঘাত করেন। ওই ব্যক্তি হামলার সময় চিৎকার করে বলছিলেন, 'মুসলিমদের মরা উচিত। কারণ, তারা বহু বছর ধরেই খ্রিস্টানদের হত্যা করে চলেছে।' প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, একজন কৃষ্ণাঙ্গ মুসলিম নারী এবং একজনের হিজাব পরিহিতা মুসলিম নারীকে উদ্দেশ্য করে ছুরি হাতে হামলাকারী 'মুসলিম-বিদ্বেষী' কথা বলছিলেন। এসময় তাকে থামাতে কয়েকজন লোক এগিয়ে আসলে ওই ব্যক্তি তাদের ছুরিকাঘাত করলে এ হতাহতের ঘটনা ঘটে। পরে ট্রেন থেকে নামার সময় পুলিশ তাকে আটক করে। আর ওই দুই মুসলিম নারী তার আগেই ট্রেন থেকে নেমে চলে যায়।
No comments