প্রস্তুতি ম্যাচে এ কেমন হার টাইগারদের!
চ্যাম্পিয়ন ট্রফির আগে প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে অকল্পনীয়ভাবে হেরেছে টাইগাররা। টাইগারদের বেঁধে দেয়া ৩৪২ রানের লক্ষে খেলতে নেমে ৪২.৪ ওভারে ২৪৯ রান তুলতেই ৮ উইকেট হারায় পাকিস্তান। তখন পাকিস্তানের দরকার ৪৪ বলে ৯৩ রান। আর বাংলাদেশের দরকার ২ উইকেট। এঅবস্থা থেকেও ম্যাচটি হেরেছে মাশরাফি বাহিনী। নবম উইকেট জুটিতে ফাহিম আশরাফ আর হাসান আলীর দুর্দান্ত ব্যাটিংয়ে ২ উইকেটের জয় নিয়েই মাঠ ছাড়ে পাক বাহিনী। এরআগে বার্মিংহামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক। তামিম ইকবালের শতকে ভর করে ৩৪১ রানের পাহাড় দাঁড় করায় মুশফিকরা। ৯৩ বলে ৯টি চার ও ৪টি ছক্কার সাহায্যে তামিম করেন ১০২ রান। এছাড়া ইমরুল কায়েস ৬১, মুশফিক ৪৬ রান করেন। পাকিস্তানের পক্ষে জুনায়েদ খান ৭৩ রানের বিনিময়ে ৪টি উইকেট শিকার করেন। এছাড়া হাসান আলী ও শাদাব খান ২টি করে উইকেট পান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় পাকিস্তান। ১৯ রানেই আউট হয় তাদের দুই ব্যাটসম্যান। এরপর আহমেদ শেহজাদ ৪৪, মোহাম্মদ হাফিজ ৪৯ ও শোয়েব মালিক ৭২, ইমাদ ওয়াসিম ৪৫ রান করেন। কিন্তু পাকিস্তান এরইমধ্যে ২৪৯ রানে ৮টি উইকেট হারিয়ে ফেলেছে। টাইগারদের জয় শুধু সময়ের ব্যাপার মাত্র। কিন্তু এই অবস্থায় নবম উইকেটে জুটি বাঁধেন ফাহিম-হাসান। দুজনের ৩৯ বলে ৮৬ রানের জুটি জয় নিয়ে মাঠ ত্যাগ করে। ফাহিম অপরাজিত ৩০ বলে ৬৪ রান আর হাসান ১৫ বলে ২৭ রান করেন।
No comments