আজকের মধ্যেই সমস্যার সমাধান: কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পরিবহন ধর্মঘট নিয়ে যে সমস্যা দেখা দিয়েছে, আজকের মধ্যেই এর সমাধান হবে। আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘আই অ্যাম শিওর, আজকের মধ্যেই সমস্যার সমাধান হবে।’ তিনি বলেন, ‘এ নিয়ে জনদুর্ভোগ দেখছি। মানুষ কষ্ট পাচ্ছে। এ সম্পর্কিত মন্ত্রী হিসেবে আমি দায় এড়াতে পারি না। এ জন্য তাদের (পরিবহন শ্রমিক নেতাদের) আমি অনুরোধ জানিয়েছি।
তবে প্রত্যাহারের একটা নিয়ম আছে। একজন-দুজন তো সিদ্ধান্ত দিতে পারেন না। এখন তাঁরা বসে সিদ্ধান্ত জানাবেন।’ কিছুক্ষণের মধ্যেই তাঁরা বৈঠকে বসবেন বলে জানান মন্ত্রী। এ সময় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, পরিবহন শ্রমিক নেতাদের কোনো বক্তব্য থাকলে আদালতে বলতে পারেন। আপিল করতে পারেন।
No comments