ন্যাটোর জবাব দেবে রাশিয়া
পূর্ব
ইউরোপে সেনা উপস্থিতি বাড়ানোর বিষয়ে সম্প্রতি ন্যাটোর নেয়া সিদ্ধান্তের
সমালোচনা করে এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে রাশিয়া।
ন্যাটোতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রুশকো গতকাল (শুক্রবার) বলেছেন, পোল্যান্ড ও বাল্টিক সাগর এলাকার দেশগুলোতে ন্যাটো জোট আরো বেশি সেনা মোতায়েনের পরিকল্পনা নেয়ার পর আঞ্চলিক নিরাপত্তার গুণগত মান ভেঙে পড়েছে। তিনি বলেন, এ ধরনের পরিকল্পনার বিরুদ্ধে রাশিয়া অবশ্যই শুধুমাত্র রাজনৈতিক জবাব দেবে না বরং উপযুক্ত সামরিক জবাব দেবে। গ্রুশকো বলেন, ন্যাটোর সামরিক তৎপরতার বিষয়ে রাশিয়ার সেনারা গভীর মনযোগ দিয়ে পর্যবক্ষেণ করবে এবং ঝুঁকি বিনষ্ট করতে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেবে। পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী অ্যান্টনি ম্যাকিয়ারভিচ চার দিন আগে ঘোষণা করেছেন যে, তার দেশ ও বাল্টিক সাগর এলাকার লিথুয়ানিয়া, এস্তোনিয়া এবং লাটভিয়ায় চার ব্যাটালিয়ন সেনা মোতায়েন করবে ন্যাটো সামরিক জোট। এরপর রুশ রাষ্ট্রদূত সামরিক ব্যবস্থা নেয়ার হুমকি দিলেন। ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গের পোল্যান্ড সফরের পর দেশটির প্রতিরক্ষামন্ত্রী ন্যাটো সেনা মোতায়েনের ঘোষণা দেন।
ন্যাটোতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রুশকো গতকাল (শুক্রবার) বলেছেন, পোল্যান্ড ও বাল্টিক সাগর এলাকার দেশগুলোতে ন্যাটো জোট আরো বেশি সেনা মোতায়েনের পরিকল্পনা নেয়ার পর আঞ্চলিক নিরাপত্তার গুণগত মান ভেঙে পড়েছে। তিনি বলেন, এ ধরনের পরিকল্পনার বিরুদ্ধে রাশিয়া অবশ্যই শুধুমাত্র রাজনৈতিক জবাব দেবে না বরং উপযুক্ত সামরিক জবাব দেবে। গ্রুশকো বলেন, ন্যাটোর সামরিক তৎপরতার বিষয়ে রাশিয়ার সেনারা গভীর মনযোগ দিয়ে পর্যবক্ষেণ করবে এবং ঝুঁকি বিনষ্ট করতে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেবে। পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী অ্যান্টনি ম্যাকিয়ারভিচ চার দিন আগে ঘোষণা করেছেন যে, তার দেশ ও বাল্টিক সাগর এলাকার লিথুয়ানিয়া, এস্তোনিয়া এবং লাটভিয়ায় চার ব্যাটালিয়ন সেনা মোতায়েন করবে ন্যাটো সামরিক জোট। এরপর রুশ রাষ্ট্রদূত সামরিক ব্যবস্থা নেয়ার হুমকি দিলেন। ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গের পোল্যান্ড সফরের পর দেশটির প্রতিরক্ষামন্ত্রী ন্যাটো সেনা মোতায়েনের ঘোষণা দেন।
No comments