ফ্রান্সে বাস-লরির সংঘর্ষে নিহত ৪২
ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি লরির সঙ্গে যাত্রীবাহী একটি বাসের সংঘর্ষে অন্তত ৪২ জন নিহত হয়েছে। উদ্ধার তৎপরতায় নিয়োজিত ফায়ার সার্ভিসের এক কর্মকর্তার বরাত দিয়ে শুক্রবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা জানান, স্থানীয় সময় শুক্রবার সকালে ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লিবোর্ন শহরের কাছে একটি লরির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। তিনি জানান, দুর্ঘটনায় বাসের ৪১ জন যাত্রী ও লরির চালক নিহত হয়েছেন। এদিকে প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ফ্রান্সের স্থানীয় একটি সংবাদ মাধ্যম বলছে, শুক্রবার সকালে লিবোর্ন শহরের পুইসেগুইন এলাকার কাছে ১২৩ নম্বর বিভাগীয় সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওই সংবাদ মাধ্যমটি জানায়, সংঘর্ষের পরপরই বাস ও লরিতে আগুন ধরে যায়।
ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা জানান, স্থানীয় সময় শুক্রবার সকালে ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লিবোর্ন শহরের কাছে একটি লরির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। তিনি জানান, দুর্ঘটনায় বাসের ৪১ জন যাত্রী ও লরির চালক নিহত হয়েছেন। এদিকে প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ফ্রান্সের স্থানীয় একটি সংবাদ মাধ্যম বলছে, শুক্রবার সকালে লিবোর্ন শহরের পুইসেগুইন এলাকার কাছে ১২৩ নম্বর বিভাগীয় সড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওই সংবাদ মাধ্যমটি জানায়, সংঘর্ষের পরপরই বাস ও লরিতে আগুন ধরে যায়।
No comments