অত্যাধুনিক রণতরী কিনছে সৌদি আরব
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন সৌদি আরবের কাছে অত্যাধুনিক চারটি রণতরী বিক্রি সংক্রান্ত একটি চুক্তি অনুমোদন করেছে। এ চুক্তি অনুযায়ী ১১.২৫ বিলিয়ন ডলারের বিনিময়ে সৌদি আরবকে চারটি রণতরী দেবে আমেরিকা। মধ্যপ্রাচ্যে প্রবল উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এই সামরিক চুক্তি হলো।
মার্কিন পররাষ্ট্র দফতর যুদ্ধজাহাজ বিক্রির বিষয়টি অনুমোদন করার পর তা মার্কিন কংগ্রেসকে জানানো হয়েছে। এ চুক্তি বাতিল করতে চাইলে সে বিষয়ে এক মাসের মধ্যে মার্কিন আইনপ্রণেতাদের সিদ্ধান্ত নিতে হবে। তবে আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসকে জানানোর আগে বিষয়টি সতর্কতার সঙ্গে খতিয়ে দেখা হয়েছে। তাই এ চুক্তি বাতিল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
তুলনামূলকভাবে যুদ্ধজাহাজগুলো আকারে ছোট এবং অগভীর পানিতে সহজে চলাচল করার উপযোগী।
জাতিসংঘের অনুমতির তোয়াক্কা না করে সৌদি আরব যখন ইয়েমেনে আগ্রাসন অব্যাহত রেখেছে ঠিক তখনি এ যুদ্ধজাহাজ বিক্রির চুক্তি অনুমোদন করল মার্কিন সরকার। এ ছাড়া, সৌদি আরব দেশের ভেতরেও রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত রেখেছে।
সূত্র : রেডিও তেহরান
মার্কিন পররাষ্ট্র দফতর যুদ্ধজাহাজ বিক্রির বিষয়টি অনুমোদন করার পর তা মার্কিন কংগ্রেসকে জানানো হয়েছে। এ চুক্তি বাতিল করতে চাইলে সে বিষয়ে এক মাসের মধ্যে মার্কিন আইনপ্রণেতাদের সিদ্ধান্ত নিতে হবে। তবে আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসকে জানানোর আগে বিষয়টি সতর্কতার সঙ্গে খতিয়ে দেখা হয়েছে। তাই এ চুক্তি বাতিল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।
তুলনামূলকভাবে যুদ্ধজাহাজগুলো আকারে ছোট এবং অগভীর পানিতে সহজে চলাচল করার উপযোগী।
জাতিসংঘের অনুমতির তোয়াক্কা না করে সৌদি আরব যখন ইয়েমেনে আগ্রাসন অব্যাহত রেখেছে ঠিক তখনি এ যুদ্ধজাহাজ বিক্রির চুক্তি অনুমোদন করল মার্কিন সরকার। এ ছাড়া, সৌদি আরব দেশের ভেতরেও রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত রেখেছে।
সূত্র : রেডিও তেহরান
No comments