‘দেশে আওয়ামী লীগ জঙ্গি শব্দ চালু করেছে’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন,‘দেশে আওয়ামী লীগ জঙ্গি শব্দ চালু করেছে’। বর্তমান সরকারের অত্যন্ত সস্তা বক্তব্য জঙ্গি।সরকারের একপক্ষ বলছে দেশে জঙ্গি নেই, আরেক পক্ষ বলছে জঙ্গি আছে। শুক্রবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের বিরুদ্ধে ‘বর্তমান সরকারের অব্যাহত ষড়যন্ত্র এবং গণমাধ্যমের ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে’ এক সমাবেশে তিনি এ সব কথা বলেন।স্বেচ্ছাসেবক দল এ সমাবেশের আয়োজন করে। হান্নান শাহ বলেন, নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনাকেও তারা বলে জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ড। জঙ্গির সঙ্গে সরকারের একটি অংশ ও সরকারের একটি বিশেষ বাহিনীর লোক জড়িত। তিনি বলেন, দুই বিদেশী নাগরিক হত্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও হাবিব-উন-নবী খান সোহেলকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে। এগুলো চলবে না। তিনি আরো বলেন, ‘দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ড করে দেশকে অস্থিতিশীল করছে। সরকারের এমপি, মন্ত্রীরা কত শান্তশিষ্ট লেজবিশিষ্ঠ তা সবাই জানে। এক এমপি শিশুদের গুলি করেছে। আরেক এমপির গাড়িতে লাশ পাওয়া গেছে। প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে জনগণকে ভয় দেখান। এটা শুধু গাইবান্ধা-গফরগাঁওয়ে নয়, সারাদেশে একই চিত্র। এগুলো হচ্ছে সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ড। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘জঙ্গি, জঙ্গি করেন, আওয়ামী লীগের মধ্যে যে সব জঙ্গি আছে তাদের ধরে ফেলেন। তার পর বিদেশীদের বলেন আমরা জঙ্গি ধরে ফেলেছি। উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা করবেন না। ডাল মে কুচ কালা হে।’ সরকারকে উদ্দেশ করে হান্নান শাহ বলেন, ‘আওয়ামী লীগ মিথ্যাচার করে নিজেদের দোষ অন্যের ঘাড়ে চাপাতে এক্সপার্ট। মিথ্যাচার বন্ধ করুন। ব্লগার হত্যায় এফবিআই আনা হয়, পুলিশ ও দুই বিদেশী হত্যায় এখন পর্যন্ত এফবিআই আনার খবর নেই। দেশের পুলিশ, মানুষ এমনকি বিদেশীরাও নিরাপদ নয়।’ তিনি বলেন, সরকারকে আহ্বান জানাব দেশকে টেনশনমুক্ত করুন। বিরোধী দলের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করুন। অন্যথায় ইতিহাসের পুনরাবৃত্তির আশঙ্কা করছি। স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মুনির হোসেনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন- বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, যুববিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।
No comments