সমাধা হলো ‘ডিভোর্স অব দ্য সেঞ্চুরি’
এক ঘোষণায় নিজেদের বিয়ে-বিচ্ছেদ নিয়ে একটি চুক্তিতে পৌঁছার কথা জানিয়েছেন রাশিয়ার বিলিয়নিয়ার দিমিত্রি রাইবোলোভলেভ ও তার সাবেক স্ত্রী এলেনা। তাদের বিয়ে বিচ্ছেদকে সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল বিচ্ছেদ হিসেবে আখ্যায়িত করা হচ্ছিল। গত বছরের মে মাসে সুইজারল্যান্ডের একটি আদালত দিমিত্রিকে নিজের সম্পদের প্রায় অর্ধেক অর্থাৎ ৪২০ কোটি ডলার এলেনাকে দিয়ে দেয়ার নির্দেশ দেয়। তখন থেকেই তাদের বিয়ে বিচ্ছেদকে বলা হচ্ছিল শতাব্দীর সেরা বিচ্ছেদ বা ‘ডিভোর্স অব দ্য সেঞ্চুরি’। যদিও পরে দিমিত্রির আপিলের ফলে এ অঙ্ক অনেক ছোট হয়ে গিয়েছিল। মঙ্গলবার এ সাবেক দম্পতি এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, বিচ্ছেদের বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছেন তারা। চুক্তি অনুযায়ী তারা উভয়েই পরস্পরের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করে নেবেন। অবশ্য বিবৃতিতে বলা হয়নি কত অর্থের বিনিময়ে সমঝোতা হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। ২০১৪ সালের জুনে জেনেভায় আপিল আদালত এক রায়ে পূর্বের আদালতের রায় পরিবর্তন করে দেয়। নতুন রায়ে ফরাসি ফুটবল ক্লাব এএস মোনাকোর মালিক দিমিত্রিকে তার প্রাক্তন স্ত্রীকে বিচ্ছেদের ক্ষতিপূরণ বাবদ ৫৬ কোটি ৪০ লাখ সুইস ফ্রা ও দুটি বাড়ি দেয়ার নির্দেশ দেয়া হয়। এবার এলেনা আপিল করেন। তার আইনজীবীদের দাবি, আপিল আদালত দিমিত্রির ২০০৫ সালের সম্পদ বিবেচনায় নিয়েছে, ২০০৮ সালে নয়। দিমিত্রি নিজের বেশ কিছু শেয়ার একটি ট্রাস্টে স্থানান্তর করেন। পরে সেগুলো তিন বছর পর বিপুল লাভে বিক্রি করেন। এতেই কয়েকগুণ বেড়ে যায় দিমিত্রির সম্পত্তি। তার সাবেক স্ত্রী চান ২০০৮ সালের বেড়ে যাওয়া সম্পত্তি হিসাব করে তাকে অর্ধেক দেয়া হোক। কিন্তু দিমিত্রি ২০০৫ সালের সম্পত্তি হিসাবের পক্ষে। এলেনা সুইজারল্যান্ডের সর্বোচ্চ আদালতে এ নিয়ে মামলা করেন। তবে আদালতের বাইরে উভয়ে চুক্তিতে পৌঁছানোয় ওই মামলা প্রত্যাহার করে নেয়া হয়েছে।
প্রসঙ্গত, সাইপ্রাসে এ দম্পতি বিয়ে করেন। এরপর ২৩ বছর একত্রে সংসার করেন। কিন্তু ২০০৮ সালের পর থেকেই তারা বিচ্ছেদের ক্ষতিপূরণ নিয়ে আইনি লড়াইয়ে নামেন।
প্রসঙ্গত, সাইপ্রাসে এ দম্পতি বিয়ে করেন। এরপর ২৩ বছর একত্রে সংসার করেন। কিন্তু ২০০৮ সালের পর থেকেই তারা বিচ্ছেদের ক্ষতিপূরণ নিয়ে আইনি লড়াইয়ে নামেন।
No comments