আমিন বেগের তথ্য সংগ্রহে গোয়েন্দারা মাঠে by আসাদুজ্জামান বাবুল
আইএসআই
(ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া) জঙ্গি সন্দেহে পুলিশের কাছে আটক
আমিনুল ইসলাম ওরফে আমিন বেগের জন্মস্থান গোপালগঞ্জের গোহাটা বটতলার
বিলাসবহুল দুটি বাড়ি ও তার বিলাসবহুল জীবনযাপনের খবর মানবজমিনে প্রকাশের পর
নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা। হঠাৎ করে বটতলায়
প্রায় ১০ কাঠা জায়গার উপর বেশ কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত আমিন বেগের এই
বিলাসবহুল দুটি বাড়ি নির্মাণের টাকার উৎস- তার বিলাসবহুল জীবনযাপন,
বাবা-মা, ভাই-বোন, দাদার বাড়ি, নানার বাড়ি, শ্বশুর বাড়ি, ছেলেমেয়ের
নাম-ঠিকানা ও তার এ সংগঠনের সঙ্গে গোপালগঞ্জের কেউ জড়িত রয়েছে কিনা এবং যদি
থাকে তাহলে তারা কারা, তাদের পরিচয় কি এবং নাম-ঠিকানা খুঁজতে মাঠে নেমেছে
গোয়েন্দা সংস্থা। কথা বলছে গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন পেশাজীবী মানুষের
সঙ্গে। গোপালগঞ্জের তৎকালীন এসডিও অফিসের হেডক্লার্ক ও সদর থানার বলাকৈইড়
গ্রামের শহিদ বেগের একমাত্র পুত্র আমিন বেগের মামার বাড়ি সদর থানার বড়ফা
গ্রামে। সে ওই গ্রামের অদুদ সরদারের নাতি। বর্তমান শহরের পাওয়ার হাউজ রোডে
মামাদের বাড়ি। গোপালগঞ্জ জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও বিশিষ্ট
মুক্তিযোদ্ধা খসরু মাহমুদের ভাগ্নে আমিন বেগ বিয়ে করেছেন ফরিদপুর জেলা
শহরের ঝিলটুলি এলাকায়। শ্বশুর নিলটুলি ৪ রাস্তার মোড়ের একটি মার্কেটে চশমার
দোকান দিয়ে ব্যবসা করেন। আমিন বেগের অপর দুই মামার মধ্যে বদরুল আলম বদু
দীর্ঘ বছর ধরে থাকেন সিংগাপুরে আর অপর মামা মনির সরদার গোপালগঞ্জে নিজের
ব্যবসা আর সংসার নিয়ে ব্যস্ত সময় কাটান। মাঝে মধ্যে অবসর সময় গোহাটার
বটতলায় সামাজিক লোকজনের সঙ্গে গল্পগুজব করে দিন পার করেন তিনি। এ ব্যাপারে
তার কোন মাথা ব্যথা নেই। ভাগ্নের খবর কেউ জানতে চাইলে তিনি বলেন ভাগ্নে যদি
রাষ্ট্রবিরোধী কোন কাজের সঙ্গে জড়িত থাকে তাহলে অন্য ১০ জনের মতো আমিও তার
শাস্তি চাই। নাম প্রকাশ না করার শর্তে গোহাটা বটতলা-পাওয়ার হাউজ রোডসহ
বিভিন্ন পাড়া-মহল্লার একাধিক মানুষ জানিয়েছে- গত ৩১শে মে গোপালগঞ্জে
বিলাসবহুল বাড়ি ও মার্কেটের মালিক আইএস সন্দেহে আটক আমিন শিরোনামে মানবজমিন
পত্রিকায় সংবাদ প্রকাশের আগের দিন ৩০শে মে শনিবার সকাল সাড়ে ১০টা থেকে
দুপুর ১টা ৩৫ মিনিট পর্যন্ত আমিন কমপ্লেস্কের ৪ তলায় কোন এক রুমের ভেতর
দিয়ে ছিটকানি লাগিয়ে গোপন বৈঠক হয়েছে। বৈঠকটি কারা এবং কেন করেছে তা
নিশ্চিত করে বলতে পারেনি কেউই। তবে পরিচিত অপরিচিত লোকজনকে বের হতে দেখেছে
অনেকে। গোপালগঞ্জের বলাকৈইড় গ্রামে বাড়ি সাবেক বিমান বাহিনীর প্রধান সৈয়দ
আহাম্মাদ আলী বেগের ভাইপো হিসাবে পরিচিত আমিন বেগ হঠাৎ করে গাড়ি-বাড়ির
মালিক হয়ে যাওয়ার বিষয়টি এলাকার মানুষের নজরে পড়লেও সে যে এ ধরনের
রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত তা গোপালগঞ্জের কোন মানুষই মেনে নিতে
পারছে না। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম এ ব্যাপারে
টেলিফোনে বলেন, আমিন বেগের সংগঠনের সঙ্গে গোপালগঞ্জের কেউ জড়িত রয়েছে কিনা
এবং কারা ও কি কারণে গোপন বৈঠক করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে
মাঠপর্যায়ে আমিন বেগের তথ্য সংগ্রহে কর্মরত একটি গোয়েন্দা সংস্থার সদস্য
বলেছেন, আমিন বেগের গোপালগঞ্জের বাড়ি-গাড়ি ও সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য
সরকারের কাছে একটি সুপারিশ পাঠানো হয়েছে।
No comments