পৈতৃক সূত্রে পত্নী মেলে!
‘সে আমার সম্পত্তি নয়, সে আমার সম্পদ’ রবিঠাকুরের হৈমন্তী অপুর কাছে সম্পদ হলেও ক্যামরুন রাজার কাছে স্ত্রীরা সম্পত্তিই। ধনদৌলত, জমিজমার মতো এ সম্পত্তিও মেলে উত্তরাধিকার সূত্রে। আফ্রিকার ক্যামরুন রাষ্ট্রের উপজাতীয় এলাকা বাফুতের বর্তমান রাজা দ্বিতীয় আবুম্বি। পৈতৃক সূত্রে সিংহাসনে আসীন হয়ে বাফুতের ১১তম রাজা হিসেবে রাজ্য শাসন করছেন। উপজাতীয় ঐতিহ্য অনুযায়ী রাজ্যের মতোই উত্তরাধিকার সূত্রে পেয়েছেন পিতার রেখে যাওয়া ৭২ স্ত্রী। আর নিজের গোটা ত্রিশেক বিয়ের মাধ্যমে রানীর সংখ্যা দাঁড়িয়েছে এখন প্রায় ১০০-তে। আর ছেলেমেয়ের সংখ্যা ৫০০। সম্প্রতি সিএনএন প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ক্যামেরনে বহুবিবাহ একটি বৈধ পদ্ধতি। প্রত্যন্ত এলাকার পুরুষদের ঐতিহ্যই এই যে, সবারই একাধিক স্ত্রী রয়েছে। কে কতটা বিয়ে করবে তার কোনো সীমারেখা নেই।
কিন্তু ক্যামেরুনের সবচেয়ে বড় রাজ্য বাফুতের প্রথা এই যে, রাজার মৃত্যুর পর ছেলে তার রেখে যাওয়া স্ত্রীদের বিয়ে করে নেবেন। পাশাপাশি নিজেও করবেন একাধিক বিয়ে। ১৯৬৮ সালে রাজার মৃত্যুর পর সিংহাসনে অধিষ্ঠিত হন রাজা দ্বিতীয় আবুম্বি। আবুম্বির তৃতীয় স্ত্রী রানী কনসটান্স বলেন, ‘প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন সফল ও অনুগত নারী থাকে। আমাদের প্রথা এই যে, সিনিয়র রানীরা জুনিয়রদের প্রশিক্ষণ দেন। রাজাকে রাজ্য পরিচালনাও শেখান।’ রানীরা প্রায় সবাই শিক্ষিত, মার্জিত ও বহুভাষী। জানা গেছে, ক্যামরুনের এ অঞ্চলে আধুনিক সভ্যতা ও পশ্চিমা জীবনধারার প্রভাবে বহুবিবাহ চ্যালেঞ্জে পড়েছে। রাজা আবুম্বি জানান, তার দায়িত্ব হচ্ছে পূর্বপুরুষের ঐতিহ্য সংরক্ষণ করা। উপজাতীয় সংস্কৃতি ও প্রথাই তার কাছে গুরুত্বপূর্ণ।
No comments