দু’ পায়ে বিশ্বরেকর্ড
সামনের
দুটি পায়ে ভর করে পুরনো রেকর্ডকে ধুলোয় মিশিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়লো
যুক্তরাষ্ট্রের ছোটখাটো আকৃতির একটি কুকুর। গিনেস বুক অব ওয়ার্ল্ড
রেকর্ডসের শীর্ষস্থানটি এখন কোনজো নামের কুকুরটির দখলে। অত্যন্ত ক্ষিপ্র
গতিসম্পন্ন এই কুকুরটি মাত্র ২ দশমিক ৩৯ সেকেন্ডেই দৌড়ে ৫ মিটার দূরত্ব
অতিক্রম করেছে। সামনের দুই পায়ে ভর করে ৫ মিটার দূরত্ব দৌড়ে অতিক্রমের
ক্ষেত্রে আগের রেকর্ডটি ছিল ৭ দশমিক ৭৬ সেকেন্ডের। যুক্তরাষ্ট্রের
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কোনজো নামের এ কুকুরটি ওই একই অঙ্গরাজ্যের আরেক
কুকুর জিফের রেকর্ড ভেঙেছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। কুকুরটির
মনিব জুলিয়া প্যাস্টারন্যাক কোনজোর সামর্থ্যরে ব্যাপারে আস্থাবান ছিলেন। সে
কারণেই যোগাযোগ করলেন গিনেস কর্তৃপক্ষের সঙ্গে। ক্যালিফোর্নিয়ার টাস্টিন
স্পোর্টস পার্কে ২০১৪ সালের ২২শে ডিসেম্বর রেকর্ড ভাঙার প্রতিযোগিতা
অনুষ্ঠিত হয়। অবশেষে, মিললো গিনেসের আনুষ্ঠানিক স্বীকৃতিও। আকারে ছোট ও
ওজনে হালকা হওয়ায় সে বেশ ক্ষিপ্রতার সঙ্গে দৌড়াতে পারে বলে মনে করেন কোনজোর
মনিব জুলিয়া।
No comments