জমজ দুই শিশুর দুই পিতা!
নিউজার্সির
এক মা জন্ম দিয়েছেন জমজ দুই সন্তানকে। চাঞ্চল্যকর ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে
জানা গেছে যে সন্তান দুজনের পিতাও দুজন। বাচ্চাদের ভরণপোষণের খরচ চেয়ে
আদালতের শরণাপন্ন হয়েছিলেন ওই নারী। ডিএনএ পরীক্ষায় দেখা গেছে যে পুরুষকে
বাচ্চাদুটির পিতা হিসেবে বলা হয়েছিল তিনি শুধুমাত্র একটি বাচ্চার পিতা। আর
তাই আদালত রায় দিয়েছে তিনি শুধু একটি বাচ্চার ভরণপোষণের খরচ দেবেন। ৪ঠা মে
পাসাইক কাউন্টি সুপিরিয়র কোর্টের বিচারক সোহেল মোহাম্মদ পারিবারিক আদালতে এ
রায় দেন। তিনি ওই অপর শিশুটির জন্য ওই নারীর ভরণপোষণের আবেদন খারিজ করে
দেন। এবিসি নিউজের প্রতিবেদনে উঠে এসেছে বিরল এ ঘটনাটি। এতে ওই মায়ের নাম
প্রকাশ করা হয় নি। এদিকে বৃটেনের মিররের প্রতিবেদনে তাকে নামের আদ্যক্ষর
টি. এম. উল্লেখ করা হয়েছে। আলাদতের নথিপত্র অনুযায়ী, টি.এম. স্বীকার করেছেন
যে, অন্তস্বত্ত্বা হওয়ার সময়ে তিনি দুজন ভীন্ন পুরুষের সঙ্গে শারীরিক
সম্পর্ক স্থাপন করেছিলেন। তবে তিনি আদালতে বাচ্চাদের ভরণপোষনের আবেদনে শুধু
একজনের কথা উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রে এর আগে শুধু দু’টি এমন ঘটনা নিয়ে
আইনি মামলার নজির রয়েছে। একসঙ্গে দু জন পুরুষের সন্তান ধারণের বিরল এ
বিষয়টিকে চিকিৎসাশাস্ত্রে ‘হেটেরোপ্যাটারনাল সুপারফিকানডেশন’ বলা হয়ে থাকে।
আপাতদৃষ্টিতে এমনটা অসম্ভব বলে মনে হলেও, এটা কিভাবে ঘটতে পারে তার
ব্যাখ্যা দিতে গিয়ে ক্লিভল্যান্ডের ম্যাকডোনাল্ডস ওমেনস হাসপাতালের
প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ড. ব্রুক রসি বলেন, এটা স্বাভাবিকভাবেই ঘটতে পারে।
যখন একজন নারী সন্তান গ্রহণের জন্য উপযুক্ত সময়কালে একটি ডিম্বকোষের স্থানে
দুটি তৈরি করে তখন ভীন্ন দুজন পুরুষের সঙ্গে সহবাস করলে এমনটা হতে পারে।
No comments