গুঞ্জন শুনি
‘বোম্বে’ শব্দটি নিয়েই সেন্সরের ছাড়পত্র পেল অনুরাগের মুক্তি প্রতীক্ষিত ছবি ‘বোম্বে ভেলভেট’। কিন্তু সবার জন্য প্রযোজ্য নয় এ ছবি। এটি শুধু দেখতে পাবেন প্রাপ্ত বয়স্করাই। ‘বোম্বে ভেলভেট’-কে ‘এ’ সার্টিফিকেট দিয়েছে সেন্সর বোর্ড। আর তাতেই আপত্তি নির্মাতা অনুরাগ ক্যাশপের। তার মতে ছবিটি নাকি মোটেও অ্যাডাল্ট ছবি নয়। তাই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে ছবিটি রিভাইসিং কমিটির কাছে পাঠিয়েছেন পরিচালক অনুরাগ। ষাটের দশকে বম্বের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘বোম্বে ভেলভেট’।
সেখানে একেবারেই নতুন চেহারায় ক্যামেরার সামনে এসেছেন রণবীর কাপুর ও অনুশকা শর্মা। এই প্রথমবার রোমান্টিক ইমেজ ভেঙে একজন কেস ফাইটারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাকে। ছবির গল্প এই কেস ফাইটারের বিগ-ফাইটার হয়ে ওঠার। নিজের লক্ষ্যে পৌঁছতে গিয়ে কীভাবে সে জড়িয়ে পড়ে অন্ধকার জগতের সঙ্গে- তাই অভিনয় করতে দেখা যাবে তাকে। রণবীরের সঙ্গেই পর্দা মাতাবেন আনুশকাও। তবে ছবি নিয়ে নির্মাতা অনুরাগের এমন সংশয়ে অনেকটা হতাশায় পড়েছেন দুই তারকা। ছবি মুক্তির ক্ষেত্রে যদি জটিলতা দেখা দেয় তাহলে নিজেদের ইমেজ নিয়েও বিপাকে পড়তে হবে বলেই গুঞ্জন উঠেছে।
No comments