নেপালের পাশে রোনাল্ডো
নেপালের ভূমিকম্পের ভয়াবহতা স্পর্শ করেছে ক্রীড়াবিশ্বের তারকাদের। রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নেপালের ভূমিকম্পে ৭ মিলিয়ন ইউরো দান করেছেন। এর আগে সেখানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার খেলোয়াড়রা। মেসি, সুয়ারেজ, রোনাল্ডো, বেনজেমা, নেইমাররা নেপালের ভূমিকম্পে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে লা লীগায় নিজ নিজ ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করেছেন।
তারই ধারাবাহিকতায় এবার আর্থিক সহায়তা দিলেন রোনাল্ডো। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানানোর পাশাপাশি ৩০ বছর বয়সী ব্যালন ডি অরজয়ী রোনাল্ডো সাত মিলিয়ন ইউরো দান করলেন। এই প্রথমবারের মতো তিনি সাহায্যের হাত বাড়াননি। এর আগে ১০ মাস বয়সী এক শিশুর মস্তিষ্কে অস্ত্রোপচারের জন্য এগিয়ে এসেছিলেন সিআর সেভেন। ২০০৪ সালে ইন্দোনেশিয়ার সুনামিতে ক্ষতিগ্রস্তদেরও সাহায্য করেছিলেন রোনাল্ডো। ওয়েবসাইট।
No comments