সেন্সরের অপেক্ষায় পদ্ম পাতার জল
সম্প্রতি শেষ হয়েছে ‘পদ্ম পাতার জল’ ছবির শুটিং। কিছুদিনের মধ্যেই সেন্সরে জমা দেয়া হবে বলে পরিচালক তন্ম তানসেন জানান। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের এমন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে শুটিং করা হয়েছে। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইমন ও মিম। এ ছবির কাহিনী ও সংলাপ লিখেছেন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী।
ছবিটি প্রসঙ্গে পরিচালক বলেন, ‘মে মাসের শেষে সেন্সরে জমা দেব ছবিটি। এর দৃশ্যধারণে যেমন ব্যবহার করা হয়েছে আধুনিক সব যন্ত্রপাতি তেমনি পোস্ট প্রোডাকশনের কাজেও দেয়া হয়েছে সর্বোচ্চ আধুনিকতার ছোঁয়া। আশা করি, ছবিটি দর্শকদের পছন্দ হবে। সেভাবেই ছবিটি তৈরি হয়েছে।’
No comments