ব্যতিক্রমী সদস্য: ব্রিটিশ সংসদে টিউলিপ ও অন্যান্যরা
একজন ২০-বছর বয়স্ক ছাত্রী, ডেনমার্কের প্রধানমন্ত্রীর স্বামী বা বাংলাদেশের স্থপতির নাতনি।
বৃহস্পতিবারের সংসদ নির্বাচন ব্রিটেনকে বেশ কয়েকজন ব্যতিক্রমী সদস্য এনে দিয়েছে।
তাদের কয়েকজন সম্পর্কে আরো কিছু জানা যাক:
মাড়ি ব্ল্যাক, স্কটিশ ন্যাশনাল পার্টি
স্কটিশ ন্যাশনাল পার্টি-র মাড়ি ব্ল্যাক ৩৫০ বছরের মধ্যে ব্রিটেনের সব চেয়ে কনিষ্ঠ সংসদ সদস্য হলেন। এই ২০-বছর বয়স্ক বিশ্ববিদ্যালয় ছাত্রী এখন গ্লাসগো শহরের দক্ষিণে পেইসলি এবং রেনফ্রিশায়ার নির্বাচনী আসনের প্রতিনিধি। সংসদ নির্বাচনে প্রার্থী হবার জন্য নূন্যতম বয়স ২০০৬ সালে ২১ বছর থেকে কমিয়ে ১৮ করা হয়।
এর আগে সব চেয়ে কনিষ্ঠ সংসদ সদস্য ছিলেন আলবেমার্ল-এর ডিউক ক্রিস্টোফার মঙ্ক, যিনি ১৬৬৭ সালে মাত্র ১৩ বছর বয়সে হাউস অফ কমন্স-এ আসন গ্রহণ করেন।
মাড়ি ব্ল্যাক বব ডেলান এবং দ্য স্পাইস গার্লস-এর গান পছন্দ করেন। তিনি লেবার পার্টির সব চেয়ে নামী নেতাদের অন্যতম, পররাষ্ট্র বিষয়ে দলের মুখপাত্র ডগলাস আলেকজান্ডারকে পরাজিত করেন।
স্টিফেন কিনোক, লেবার পার্টি
ওয়েলস-এর এ্যাবেরাভন নির্বাচনী আসনের লেবার দলের নতুন সংসদ সদস্য স্টিফেন কিনোক হচ্ছেন ডেনমার্ক-এর প্রধানমন্ত্রী হেলে থর্নিং-শ্মিড্ট এর স্বামী।
মি: কিনোক পরিকল্পনা করছেন তিনি প্রতি সপ্তাহে সোমবার থেকে শুক্রবার লন্ডনে সংসদে তার কাজ করবেন, আর সপ্তাহান্তে নির্বাচনী এলাকায় যাবেন। তাহলে তার সংসার জীবনের কী হবে? তিনি বিবিসিকে বলেন, তারা স্বামী-স্ত্রী এভাবেই জীবন কাটিয়ে অভ্যস্ত।
পারিবারিক আর রাজনৈতিক জীবন এক সাথে চালানোটা মি: কিনোকের জন্য নতুন কিছু নয়। তার বাবা নিল কিনোক ছিলেন লেবার পার্টির নেতা আর তার মা গ্লেনিস কিনোক ইউরোপীয় পার্লামেন্ট-এর সদস্য ছিলেন।
টিউলিপ সিদ্দিক, লেবার পার্টি
শুধু স্টিফেন কিনোক-ই কোন বিখ্যাত রাজনৈতিক পরিবারের সদস্য নন। লেবার পার্টির টিউলিপ সিদ্দিক হ্যামপস্টেড এবং কিলবার্ন নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হয়েছেন।
লন্ডনে জন্ম গ্রহণ করা টিউলিপ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে এবং দেশের স্থপতি শেখ মুজিবর রহমান-এর নাতনি।
তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের কিংস কলেজ থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেন।
মিজ সিদ্দিক ১৬ বছর বয়সে লেবার রাজনীতির সাথে জড়িত হন, এবং চারজন সংসদ সদস্য-র সাথে গবেষক, উপদেষ্টা ইত্যাদি ভূমিকায় কাজ করেন।
টিউলিপ ২০১০ সাল থেকে চার বছর ক্যামডেন কাউন্সিলের সদস্য ছিলেন।
এ্যালান ম্যাক, ব্রিটেনের প্রথম চীন বংশোদ্ভূত সংসদ সদস্য
কনসারভেটিভ দলের প্রার্থী এ্যালান ম্যাক ব্রিটিশ সংসদে প্রথম চীন বংশোদ্ভূত সদস্য হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন।
মি: ম্যাক হচ্ছেন একজন প্রাক্তন কোম্পানি আইনজীবী যার বাবা-মা দক্ষিণ চীন থেকে ব্রিটেনে আসেন। তিনি দক্ষিণ ইংল্যান্ডের হাভান্ট নির্বাচনী আসনে অভিবাসন-বিরোধী, ইউরোপীয় ইউনিয়ন-বিরোধী ইউকে ইন্ডিপেনডেন্স পার্টির প্রার্থীকে পরাজিত করেন।
বৃহস্পতিবারের সংসদ নির্বাচন ব্রিটেনকে বেশ কয়েকজন ব্যতিক্রমী সদস্য এনে দিয়েছে।
তাদের কয়েকজন সম্পর্কে আরো কিছু জানা যাক:
মাড়ি ব্ল্যাক, স্কটিশ ন্যাশনাল পার্টি
স্কটিশ ন্যাশনাল পার্টি-র মাড়ি ব্ল্যাক ৩৫০ বছরের মধ্যে ব্রিটেনের সব চেয়ে কনিষ্ঠ সংসদ সদস্য হলেন। এই ২০-বছর বয়স্ক বিশ্ববিদ্যালয় ছাত্রী এখন গ্লাসগো শহরের দক্ষিণে পেইসলি এবং রেনফ্রিশায়ার নির্বাচনী আসনের প্রতিনিধি। সংসদ নির্বাচনে প্রার্থী হবার জন্য নূন্যতম বয়স ২০০৬ সালে ২১ বছর থেকে কমিয়ে ১৮ করা হয়।
এর আগে সব চেয়ে কনিষ্ঠ সংসদ সদস্য ছিলেন আলবেমার্ল-এর ডিউক ক্রিস্টোফার মঙ্ক, যিনি ১৬৬৭ সালে মাত্র ১৩ বছর বয়সে হাউস অফ কমন্স-এ আসন গ্রহণ করেন।
মাড়ি ব্ল্যাক বব ডেলান এবং দ্য স্পাইস গার্লস-এর গান পছন্দ করেন। তিনি লেবার পার্টির সব চেয়ে নামী নেতাদের অন্যতম, পররাষ্ট্র বিষয়ে দলের মুখপাত্র ডগলাস আলেকজান্ডারকে পরাজিত করেন।
স্টিফেন কিনোক, লেবার পার্টি
ওয়েলস-এর এ্যাবেরাভন নির্বাচনী আসনের লেবার দলের নতুন সংসদ সদস্য স্টিফেন কিনোক হচ্ছেন ডেনমার্ক-এর প্রধানমন্ত্রী হেলে থর্নিং-শ্মিড্ট এর স্বামী।
মি: কিনোক পরিকল্পনা করছেন তিনি প্রতি সপ্তাহে সোমবার থেকে শুক্রবার লন্ডনে সংসদে তার কাজ করবেন, আর সপ্তাহান্তে নির্বাচনী এলাকায় যাবেন। তাহলে তার সংসার জীবনের কী হবে? তিনি বিবিসিকে বলেন, তারা স্বামী-স্ত্রী এভাবেই জীবন কাটিয়ে অভ্যস্ত।
পারিবারিক আর রাজনৈতিক জীবন এক সাথে চালানোটা মি: কিনোকের জন্য নতুন কিছু নয়। তার বাবা নিল কিনোক ছিলেন লেবার পার্টির নেতা আর তার মা গ্লেনিস কিনোক ইউরোপীয় পার্লামেন্ট-এর সদস্য ছিলেন।
টিউলিপ সিদ্দিক, লেবার পার্টি
শুধু স্টিফেন কিনোক-ই কোন বিখ্যাত রাজনৈতিক পরিবারের সদস্য নন। লেবার পার্টির টিউলিপ সিদ্দিক হ্যামপস্টেড এবং কিলবার্ন নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হয়েছেন।
লন্ডনে জন্ম গ্রহণ করা টিউলিপ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে এবং দেশের স্থপতি শেখ মুজিবর রহমান-এর নাতনি।
তিনি লন্ডন বিশ্ববিদ্যালয়ের কিংস কলেজ থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেন।
মিজ সিদ্দিক ১৬ বছর বয়সে লেবার রাজনীতির সাথে জড়িত হন, এবং চারজন সংসদ সদস্য-র সাথে গবেষক, উপদেষ্টা ইত্যাদি ভূমিকায় কাজ করেন।
টিউলিপ ২০১০ সাল থেকে চার বছর ক্যামডেন কাউন্সিলের সদস্য ছিলেন।
এ্যালান ম্যাক, ব্রিটেনের প্রথম চীন বংশোদ্ভূত সংসদ সদস্য
কনসারভেটিভ দলের প্রার্থী এ্যালান ম্যাক ব্রিটিশ সংসদে প্রথম চীন বংশোদ্ভূত সদস্য হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন।
মি: ম্যাক হচ্ছেন একজন প্রাক্তন কোম্পানি আইনজীবী যার বাবা-মা দক্ষিণ চীন থেকে ব্রিটেনে আসেন। তিনি দক্ষিণ ইংল্যান্ডের হাভান্ট নির্বাচনী আসনে অভিবাসন-বিরোধী, ইউরোপীয় ইউনিয়ন-বিরোধী ইউকে ইন্ডিপেনডেন্স পার্টির প্রার্থীকে পরাজিত করেন।
No comments