আট বছর পর তৌকীর
দীর্ঘ আট বছর বিরতির পর আবারও চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় অভিনেতা নির্মাতা তৌকীর আহমেদ। চলচ্চিত্রের নাম ‘অজ্ঞাতনামা’। এর কাহিনী, সংলাপ, চিত্রনাট্যও করেছেন তিনি নিজেই। আসছে মে মাসের মাঝামাঝি সময় চলচ্চিত্রটির নির্মাণ কাজ শুরু করবেন বলে জানিয়েছেন তিনি। গেল তিন বছর তৌকীর আহমেদ তিনটি মঞ্চ নাটকের পাণ্ডুলিপি নিয়ে ব্যস্ত ছিলেন। এগুলো হচ্ছে ‘প্রতিসরণ’, ‘ইচ্ছা মৃত্যু’ ও ‘অজ্ঞাতনামা’।
এর মধ্যে ‘অজ্ঞাতনামা’রই চিত্রনাট্য তৈরি করে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন তিনি। ছবির জন্য শিল্পী নির্বাচন প্রক্রিয়া চলছে। দু-একদিনের মধ্যেই লোকেশন খুঁজতে বের হবেন। এ প্রসঙ্গে তৌকীর আহমেদ বলেন, ‘এই দীর্ঘ আট বছর কিন্তু আমি খুব ব্যস্ত সময় কাটিয়েছি। অনেকদিন ধরেই অজ্ঞাতনামার চিত্রনাট্য তৈরি করে অবশেষে চলচ্চিত্রটি নির্মাণের পুরো প্রস্তুতি নিয়েছি। আশাকরি দর্শকের মনের মতো একটি চলচ্চিত্র উপহার দিতে পারব। শিল্পীদের সহযোগিতায় একটি ভালো চলচ্চিত্রই হবে বলে আমি বিশ্বাস করি।’ চলচ্চিত্রটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম।
No comments