রাজনীতিতে আসছেন বেনজির তনয়া
রাজনীতিতে আসছেন বেনজির তনয়া। রাজনীতির আঙিনায় মেয়ে বাখত্তাওয়ার ভুট্টোর অভিষেক নিয়ে তোড়জোড় শুরু করেছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট বাবা আসিফ আলি জারদারি। এর আগে আনুষ্ঠানিকভাবে রাজনীতির দুনিয়ায় পা রেখেছিলেন বেনজির-পুত্র বিলাওয়াল ভুট্টো জারদারি। কিন্তু কয়েকদিনের মধ্যেই বাবার সঙ্গে মতানৈক্য হয় তার। এরপরই রাজনীতি থেকে দুই বছরের ছুটি নিয়ে ব্রিটেনে পাড়ি দেন বিলাওয়াল। যদিও উচ্চশিক্ষার জন্যই তিনি লন্ডনে গিয়েছেন বলে দলীয় সূত্রের খবর। এখন তার অনুপস্থিতিতে দলের প্রয়োজন একজন ভুট্টোর,
যিনি সামনে থেকে দলকে নেতৃত্ব দেবেন। আর সে কারণেই মেয়ে বাখত্তাওয়ারকে রাজনীতিতে আনার সিদ্ধান্ত নিয়েছেন জারদারি। আপাতত দলের অন্যান্য বর্ষীয়ান নেত্রীর কাছে রাজনীতির পাঠ নিচ্ছেন বাখত্তাওয়ার। ৪ এপ্রিল নানা জুলফিকার আলি ভুট্টোর মৃত্যুবার্ষিকীতেই বাখত্তাওয়ার তার প্রথম রাজনৈতিক বক্তৃতা দেয়ার কথা। ‘নানা’ জুলফিকারের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে বিলাওয়ালকেও দেখা যাবে বলে আশায় রয়েছেন পিপিপির অধিকাংশ অনুগামীই। তবে বিলাওয়াল কিংবা বাখত্তাওয়ারকে ভালোবাসলেও ‘টেন পার্সেন্ট’ জারদারির কীর্তিকলাপে অখুশি পিপিপিরই অধিকাংশ নেতাকর্মী।
No comments