বিএনপির পোলিং এজেন্টদের গ্রেফতার করা হচ্ছে, মনজুর-নোমানের প্রচারণার গাড়িতে হামলা, চট্টগ্রামে আতঙ্ক
চট্টগ্রাম
সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মনজুর আলমের
প্রধান নির্বাচনী এজেন্ট মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী
অভিযোগ করেছেন, বিএনপির পোলিং এজেন্টদের গ্রেফতার করা হচ্ছে। রোববার এক
সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
আমীর খসরু বলেন, যাদের পোলিং এজেন্টদের নাম ধরে এলাকা থেকে গ্রেফতার করা হচ্ছে। সরকারদলীয় প্রার্থীদের পক্ষ থেকে প্রিসাইডিং অফিসারদের টাকা দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। রাষ্ট্রীয় ও দলীয় সন্ত্রাসীদের মাধ্যমে নির্বাচনের ফল ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলছে। হিটলারি কায়দায় কেন্দ্র দখল হচ্ছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে কর্নেল (অব.) অলি আহমদ নির্বাচন কমিশনকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন হিসেবে আখ্যায়িত করেন।
আমীর খসরু বলেন, যাদের পোলিং এজেন্টদের নাম ধরে এলাকা থেকে গ্রেফতার করা হচ্ছে। সরকারদলীয় প্রার্থীদের পক্ষ থেকে প্রিসাইডিং অফিসারদের টাকা দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। রাষ্ট্রীয় ও দলীয় সন্ত্রাসীদের মাধ্যমে নির্বাচনের ফল ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলছে। হিটলারি কায়দায় কেন্দ্র দখল হচ্ছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে কর্নেল (অব.) অলি আহমদ নির্বাচন কমিশনকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন হিসেবে আখ্যায়িত করেন।
মনজুর-নোমানের প্রচারণার গাড়িতে হামলা, চট্টগ্রামে আতঙ্ক
চট্টগ্রামের
২০ দল সমর্থিত মেয়র প্রার্থী মেয়র মনজুর আলম ও তার নির্বাচন পরিচালনা
কমিটির আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান নির্বাচনী গণসংযোগকালে তাদের গাড়িবহরে
হামলা চালিয়েছে সরকার সমর্থক নেতাকর্মীরা। এতে অন্তত ১০-১২ জন আহত হয়েছেন।
তাদেরকে নগরীর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতে গ্রেপ্তার করা হয়েছে
স্বেচ্ছাসেবক দল নেতা মাহমুদুল হাসান, ছাত্রদল নেতা এইএম রাশেদসহ তিনজনকে।
সিটি নির্বাচনকে ঘিরে উদ্ভুত এই পরিস্থিতিতে চট্টগ্রাম নগরীতে টানটান
উত্তেজনা বিরাজ করছে। নগরীর সর্বত্র ছড়িয়ে পড়েছে। গত রাতেই নির্বাচনী
প্রচারণা শেষ হওয়ায় চারদিকে একটা গুমোট নীরবতা নেমে এসেছে। আতঙ্কে ভোটার
কোন প্রার্থীর কাছে মন খুলে কথা বলছেন না। শেষ দিনের মতো আজ সকালে
নির্বাচনী প্রচারণায় বের হন মেয়র প্রার্থী মনজুর আলম। তার সঙ্গে ছিলেন
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানসহ অর্ধশতাধিক দলীয় নেতাকর্মী।
ছোট্ট মিনি ট্রাকে প্রচাারণা চালানো সময় নগরীর পলিটেকনিক এলাকায় তাদের
গাড়িবহরে হামলা চালানো হয়। এঘটনার পর তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেন বিএনপি
নেতারা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরীর নগরীর
মেহেদীবাগের বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে মনজুর আলম বলেন, আজ (রোববার)
প্রচারণার শেষ দিন। আমদের কিছু এলাকায় প্রচারণা বাকি ছিল। তাই ২ নম্বর
গেইট এলাকা থেকে গণসংযোগ শুরু করি। তিনি বলেন, শান্তিপূর্ণভাবে রহমান নগর,
কসমোপলিটন, রুবি গেইট এলাকায় গণসংযোগ করে পলিটেকনিক্যাল এলাকায় যাই।
পলিটেকনিক্যাল ইনস্টিটিউট অতিক্রম করার সময় পেছন থেকে ৩০ থেকে ৪০ জনের একটি
দল ইটপাটকেল ছোড়ে ও লাঠিপেটা করতে থাকে। হামলায় আমাদের বেশ কয়েকজন কর্মী
আহত হয়েছেন। আমার ব্যক্তিগত ভিডিও ক্যামেরাটিও ভাঙচুর করেছে। সুষ্ঠু
নির্বাচনের স্বার্থে এসব সন্ত্রাসী কর্মকা- পরিহার করে শান্তিপূর্ণভাবে
নির্বাচন সম্পন্ন করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে
শনিবার রাতে নগরীর রহমতগঞ্জ এলাকার বাসা থেকে গ্রেপ্তার নগর ছাত্রদলের
সাংগঠনিক সম্পাদক এইচএম রাশেদসহ দুইজন। এছাড়া স্বেচ্ছাসেবক দল নেতা
মাহমুদুল আলমকে কোতোয়ালি থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
No comments