তুরস্কে আদালত ভবনে আইনজীবীকে জিম্মি
তুরস্কের ইস্তাম্বুলে আদালত ভবনে একজন আইনজীবীকে জিম্মি করেছে অস্ত্রধারী একটি দল। একটি রাজনৈতিক হত্যা মামলার তদন্ত করছেন জিম্মি হওয়া এই আইনজীবী। তুরস্কের গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল-জাজিরা অনলাইন। মেহমেত সেলিম কিরাজ নামের এই আইনজীবীকে জিম্মি করে তার মাথায় পিস্তল ঠেকিয়ে রেখেছে জিম্মিকারীরা। তুরস্কের ব্রেকিং নিউজ নামের একটি অনলাইন নিউজ পোর্টালে এ নিয়ে একটি ছবি পোস্ট করা হয়েছে।
একই খবর দিয়েছে রয়টার্স অনলাইন। আল-জাজিরার খবরে বলা হয়েছে, ২০১৩ সালে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের আঘাতে আহত হয়ে ২৬৯ দিন কোমায় থাকার পর গত বছরের মার্চ মাসে মারা যান বারকিন এলভান নামে এক কিশোর বিক্ষোভকারী। ১৫ বছর বয়সী এলভানের হত্যা মামলা তদন্ত করছেন আইনজীবী মেহমেত সেলিম। তুরস্কের দোগান নিউজে জানানো হয়েছে, আদালত ভবনে গুলি ছোড়ার শব্দ শোনা গেছে। কট্টর বামপন্থী দল ডিএইচকেপি-সি মেহমেত সেলিমকে জিম্মি করেছে। নিজস্ব ওয়েবসাইটে এর দায় স্বীকার করেছে দলটি।
No comments