৩০ লাখ ভোটে এগিয়ে বুহারি
নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় ৩০ লাখ ভোটের বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন সাবেক সেনা শাসক ও মুসলিম প্রার্থী মুহাম্মাদু বুহারি। মঙ্গলবার বেশিরভাগ রাজ্যের ভোট গণনা শেষে দেখা যায়, বর্তমান প্রেসিডেন্ট গুডলাক জনাথনের চেয়ে বেশিরভাগ রাজ্যেই ভোটে এগিয়ে রয়েছেন বুহারি। একটি গুরুত্বপূর্ণ রাজ্যেই তিনি প্রায় ১৭ লাখ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। এর ফলে তিন দশক আগে সামরিক অভ্যুত্থানে ক্ষমতায় আসা বুহারির আবার ক্ষমতা আসার সম্ভাবনা তৈরি হল। এবারের নির্বাচনটি ছিল দেশটির ইতিহাসে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। জনাথনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণাঞ্চলীয় কয়েকটি রাজ্যে এখানও ভোট গণনা শেষ হয়নি। সেখানে কারচুপির মাধ্যমে তাকে বিজয়ী ঘোষণার চেষ্টা করা হচ্ছে বলে আশংকা রয়েছে। এর মধ্যে অবশ্য বেশ কয়েকটি রাজ্যে বুহারিই এগিয়ে রয়েছেন।
নাইজেরিয়ায় ৩৬টি রাজ্য রয়েছে। এর মধ্যে ৫টির ফলাফল এখনও ঘোষণা করা হয়নি। বাকি যে রাজ্যগুলোর ফলাফল সরকারিভাবে ঘোষণা করা হয়েছে সেখানে বুহারি পেয়েছেন ১ কোটি ৩৪ লাখ ৩৬ হাজার ৫৭ ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী বর্তমান প্রেসিডেন্ট জনাথন পেয়েছেন ১ কোটি ৬ লাখ ২ হাজার ৯৩২ ভোট। মঙ্গলবারই পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশিত হওয়ার কথা রয়েছে। অন্যদিকে প্রেসিডেন্ট জনাথন পেয়েছেন ৩ লাখ ৩ হাজার ৩৭৬ ভোট। এদিকে নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে দেখা যায়, উত্তরাঞ্চলীয় গুরুত্বপূর্ণ রাজ্য কানোতে প্রায় ১৭ লাখ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন বুহারি। বুহারি এখানে যে বেশি ভোট পাবেন তা আগেই অনুমান করা হয়েছিল। নাইজেরিয়ার আইন অনুসারে প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে মোট বৈধ ভোটের ৫০ শতাংশের বেশি এবং ৩৬টি রাজ্যের দুই-তৃতীয়াংশ রাজ্যে অন্তত ২৫ ভাগ ভোট পেতে হবে। অন্যথায় দ্বিতীয় দফা নির্বাচন হবে। বিবিসি, রয়টার্স।
No comments