খালেদা জিয়ার গাড়িবহরে আবারো ছাত্রলীগের হামলা
হামলায় আহত খালেদার নিরাপত্তা রক্ষী |
বিএনপি
চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে আজও হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
এবার রাজধানীর বাংলামটরে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা চালানো হয়েছে। এ নিয়ে
পাঁচ দিনের নির্বাচনী প্রচারণায় নেমে টানা তিন দিন হামলার শিকার হলেন
বিএনপি চেয়ারপারসন।
বুধবার বিকেল ৫টা ২০ মিনিটে একদল যুবক লাঠিসোটা নিয়ে তার গাড়িবহরে হামলা চালায়। এ সময় ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। দুই সিএসএফ সদস্যকে মারধর করে আটকে রাখে। তাদের একজনের মাথা ফেটে গেছে। তারা এখন পুলিশ হেফাজতে রয়েছেন বলে জানা গেছে। এরপর খালেদা জিয়ার গাড়িবহর হেয়ার রোড হয়ে কাকরাইলে যায়। এর পর খালেদা জিয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে যান।
ঢাকা সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের পক্ষে পঞ্চম দিনের মতো প্রচারণায় নেমেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বিকেল ৪টা ৪৮ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে খালেদা জিয়া নির্বাচনী প্রচারণার উদ্দেশে বের হন।
এর আগে সোমবার কারওয়ান বাজারে খালেদা জিয়ার গাড়িবহরে ব্যাপক হামলা হয়। পর দিন মঙ্গলবার ক্ষতিগ্রস্ত গাড়ি নিয়েই সিটি নির্বাচনের প্রচারে বের হলে ফকিরাপুলে তার গাড়িবহর হামলার মুখে পড়ে। তার আগে রোববার রাজধানীর উত্তরায় বাধার সম্মুখীন হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন।
তাকে হত্যার উদ্দেশ্যে কারওয়ান বাজারে গাড়িবহরে হামলা হয়েছিল বলে দাবি করেছেন খালেদা জিয়া। অন্যদিকে একে ‘নাটক’ বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই হামলা নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি মামলা করেছে।
বুধবার বিকেল ৫টা ২০ মিনিটে একদল যুবক লাঠিসোটা নিয়ে তার গাড়িবহরে হামলা চালায়। এ সময় ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। দুই সিএসএফ সদস্যকে মারধর করে আটকে রাখে। তাদের একজনের মাথা ফেটে গেছে। তারা এখন পুলিশ হেফাজতে রয়েছেন বলে জানা গেছে। এরপর খালেদা জিয়ার গাড়িবহর হেয়ার রোড হয়ে কাকরাইলে যায়। এর পর খালেদা জিয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে যান।
ঢাকা সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের পক্ষে পঞ্চম দিনের মতো প্রচারণায় নেমেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বিকেল ৪টা ৪৮ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে খালেদা জিয়া নির্বাচনী প্রচারণার উদ্দেশে বের হন।
এর আগে সোমবার কারওয়ান বাজারে খালেদা জিয়ার গাড়িবহরে ব্যাপক হামলা হয়। পর দিন মঙ্গলবার ক্ষতিগ্রস্ত গাড়ি নিয়েই সিটি নির্বাচনের প্রচারে বের হলে ফকিরাপুলে তার গাড়িবহর হামলার মুখে পড়ে। তার আগে রোববার রাজধানীর উত্তরায় বাধার সম্মুখীন হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন।
তাকে হত্যার উদ্দেশ্যে কারওয়ান বাজারে গাড়িবহরে হামলা হয়েছিল বলে দাবি করেছেন খালেদা জিয়া। অন্যদিকে একে ‘নাটক’ বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই হামলা নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি মামলা করেছে।
No comments