‘জানমাল রক্ষার জন্য কাউকে হত্যা করলে অপরাধ হবে না’ -ডিআইজি রাজশাহী
পুলিশের
রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার চৌধুরী পিপিএম বলেছেন, নিজেদের ও
আশেপাশের জানমাল রক্ষা করা সকলের দায়িত্ব। আর জানমাল রক্ষা করার জন্য কাউকে
হত্যা করলে তা অপরাধ হবে না। সোমবার দুপুরে উপজেলার আহম্মেদপুর মোজাম্মেল
হক এম উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশে
প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, পেট্রোল বোমা ও
ককটেল হামলা কারী বা বহনকারীদের ধরতে পুলিশ পিছপা হবে না। এজন্য তাদের
জীবিত বা হত্যা করে হলেও গ্রেপ্তার করা হবে। তিনি আরও বলেন, গত ৬ই জানুয়ারী
থেকে দেশে হরতাল অবরোধের বোঝা চাপিয়ে দিলেও জনগন তা বয়কট করেছে এখন সবই
চলছে। জনগণ সোচ্চার হচ্ছে। দন্ডবিধি ৯৬-১০৪ ধারা উল্লেখ করে তিনি বলেন,
আপনার ও আপনার আশে পাশের জানমাল রক্ষার্থে কাউকে হত্যা করলে তা অপরাধ হবে
না।
আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা সম্পর্কে কার্যবিধি ৪৬ ধারা উল্লেখ করে তিনি বলেন, যে ব্যক্তি বা অপরাধী মৃত্যুদন্ডে বা যাবজ্জীবন দন্ডে দন্ডিত তাদেরকে গ্রেপ্তারে গুরুতর আঘাত থেকে শুরু তাকে হত্যা করার ক্ষমতা আইন শৃংখলা বাহিনীর প্রতিটি সদেস্যর আছে। আজকে যারা পেট্রোল বোমা ককটেল মেরে মানুষ হত্যা করছে তাদের শাস্তি মৃত্যুদন্ড, যারা এসব করছে তা সন্ত্রাসী কাজ তা রাজনৈতিক কর্মসূচী হতে পারে না। এটা স্বমূলে উৎপাটন করার দায়িত্ব আমাদের। যারা এগুলো মারছে বা বহন করছে তাদের গ্রেপ্তারে প্রশাসন পিছপা হবে না, প্রয়োজনে তাদের হত্যা করে গ্রেপ্তার করা হবে। জেলা প্রশাসক মশিউর রহমান সমাবেশে সভাপতিত্ব করেন।
আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা সম্পর্কে কার্যবিধি ৪৬ ধারা উল্লেখ করে তিনি বলেন, যে ব্যক্তি বা অপরাধী মৃত্যুদন্ডে বা যাবজ্জীবন দন্ডে দন্ডিত তাদেরকে গ্রেপ্তারে গুরুতর আঘাত থেকে শুরু তাকে হত্যা করার ক্ষমতা আইন শৃংখলা বাহিনীর প্রতিটি সদেস্যর আছে। আজকে যারা পেট্রোল বোমা ককটেল মেরে মানুষ হত্যা করছে তাদের শাস্তি মৃত্যুদন্ড, যারা এসব করছে তা সন্ত্রাসী কাজ তা রাজনৈতিক কর্মসূচী হতে পারে না। এটা স্বমূলে উৎপাটন করার দায়িত্ব আমাদের। যারা এগুলো মারছে বা বহন করছে তাদের গ্রেপ্তারে প্রশাসন পিছপা হবে না, প্রয়োজনে তাদের হত্যা করে গ্রেপ্তার করা হবে। জেলা প্রশাসক মশিউর রহমান সমাবেশে সভাপতিত্ব করেন।
No comments